1/5
জামিন খারিজ উমরের
![জামিন খারিজ উমরের umar's bail has been rejected](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/03/24/369033-umar1.jpg)
2/5
প্রমানের অভাব ছিল?
![প্রমানের অভাব ছিল? was there lack of proof?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/03/24/369032-umar2.jpg)
photos
TRENDING NOW
3/5
কেন জেলে খালিদ?
![কেন জেলে খালিদ? why is khalid in jail](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/03/24/369031-umar3.jpg)
উমর খালিদ ২০২০ সালের ফেব্রুয়ারী দাঙ্গার "মাস্টারমাইন্ড" হিসেবে সন্ত্রাসবিরোধী আইনে বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইনের অধীনে অভিযুক্ত হয়েছেন। এই ঘটনায় ৫৩ জন মারা গিয়েছিল এবং ৭০০ জনেরও বেশি আহত হয়েছিলেন। দিল্লি দাঙ্গার বৃহত্তর ষড়যন্ত্র মামলায় ১৮ জনকে অভিযুক্ত করা হয়েছে, তবে এখনও পর্যন্ত মাত্র ৬ জন জামিন পেয়েছেন।
4/5
কোন ধারায় আটক উমর
![কোন ধারায় আটক উমর what are the charges](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/03/24/369030-umar4.jpg)
২০২০ সালের ফেব্রুয়ারির সাম্প্রদায়িক দাঙ্গার ঘটনাকে "প্রাক-পরিকল্পনা" করার অভিযোগে দাঙ্গায় উসকানি দেওয়া, ধর্মীয় শত্রুতা প্রচার করা, উস্কানিমূলক বক্তৃতা দেওয়ার মতো আইপিসি ধারা আরোপ করা হয়েছে এই ছাত্র নেতার বিরুদ্ধে। নাগরিকত্ব আইন নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) এবং জাতীয় নাগরিক নিবন্ধনের বিরুদ্ধে বিক্ষোভ চলাকালীন এই হিংসা ছড়িয়ে পড়ে।
5/5
আর কে আছেন সঙ্গে?
![আর কে আছেন সঙ্গে? who all are with him](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2022/03/24/369029-umar5.jpg)
photos