ফাঁসিদেওয়ায় ভেঙে পড়ল ৪ লেনের উড়ালপুল, উসকে উঠল পোস্তার ভয়াবহ স্মৃতি

Aug 11, 2018, 11:45 AM IST
1/13

Flyover Collapse 1

Flyover Collapse 1

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়ায় ভেঙে পড়ল নির্মীয়মাণ উড়ালপুল।

2/13

Flyover Collapse 2

Flyover Collapse 2

৪ লেনের উড়ালপুলটি তৈরি হচ্ছিল রেললাইনের উপর।

3/13

Flyover Collapse 3

Flyover Collapse 3

শনিবার রাত ৩টে নাগাদ রেললাইনের পাশে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে উড়ালপুলটির একাংশ।

4/13

Flyover Collapse 4

Flyover Collapse 4

গভীর রাতে ঘটনাটি ঘটায় এড়ানো গেছে বড়সড় বিপদ। হতাহতের কোনও ঘটনা ঘটেনি।

5/13

Flyover Collapse 5

Flyover Collapse 5

তবে স্বাভাবিকভাবেই এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মনে।

6/13

Flyover Collapse 6

Flyover Collapse 6

নির্মাণ সংস্থা এলএনটি-র তত্ত্ববধানে তৈরি হচ্ছিল উড়ালপুলটি। অসম ও শিলিগুড়ির মধ্যে সড়কপথে সংযোগ রক্ষা করবে এই উড়ালপুলটি।

7/13

Flyover Collapse 7

Flyover Collapse 7

স্থানীয়দের অভিযোগ, ভেজাল ইমারতি সামগ্রী দিয়ে উড়ালপুলটি তৈরি করা হচ্ছিল। যার ফলেই দুর্ঘটনা ঘটে।

8/13

Flyover Collapse 8

Flyover Collapse 8

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ঢালাই ভেঙে লোহার রড বেরিয়ে এসেছে।

9/13

Flyover Collapse 9

Flyover Collapse 9

স্থানীয়রা জানান, শনিবার গভীর রাতে হঠাত্ই ভূমিকম্পের মতো তীব্র আওয়াজে কেঁপে ওঠে গোটা এলাকা। বাইরে বেরিয়ে এসে তাঁরা দেখেন, ভেঙে পড়েছে উড়ালপুল।

10/13

Flyover Collapse 10

Flyover Collapse 10

দিনের বেলা বহু মানুষ এই এলাকা দিয়ে নিত্য যাতায়াত করেন। ফলে দিনের বেলা এঘটনা ঘটলে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হত বলে আশঙ্কাপ্রকাশ করেছেন তাঁরা।

11/13

Flyover Collapse 11

Flyover Collapse 11

তাঁদের অভিযোগ, রাতারাতি উড়ালপুলের ভাঙা অংশ সরিয়ে ফেলারও চেষ্টা করে নির্মাণ সংস্থা।

12/13

Flyover Collapse 12

Flyover Collapse 12

মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলার অভিযোগে রাজ্য সরকারের কাছে সঠিক তদন্তের আর্জি জানিয়েছে এলাকাবাসী। তাঁদের দাবি, সঠিক তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক।

13/13

Flyover Collapse 13

Flyover Collapse 13

এঘটনা উসকে দিয়েছে কলকাতার পোস্তায় উড়ালপুল ভাঙার ভয়াবহ স্মৃতিকে।