এমন ঘটনা নাকি এক লক্ষ বারের এক বার ঘটে! অবিশ্বাস্য হলেও এই বিপদ থেকে বাঁচতে মাঝে মধ্যে বাবা-মা-রা সাবধানও করে থাকেন। বর্জ্রগর্ভ আবহাওয়ায় বেরতে বারণ করেন তাঁরা। কিন্তু কখনও শুনেছেন মোবাইল ভিডিও তুলতে গিয়ে বিপদ হতে পারে!
ট্রেসে জানাচ্ছেন, এ দিন রাতে ভীষণ ঝড় ওঠে। বাড়ির বারান্দায় গিয়ে আকাশ ঘন করে আসা ঝড়ে ছবি তুলতে ব্যস্ত থাকেন তিনি। কখনও সখনও বিদ্যুতের ঝলক গোটা পরিবেশকে আলো করে তুলেছে। তখনও তিনি বুঝতে পারেননি এমন কোনও বিপদ ঘনিয়ে আসছে।
4/7
light_4
ট্রেসের দাবি, আইফোন দিয়ে ভিডিও করছিলেন ওই ভয়ঙ্কর পরিবেশের। তখন রাত ১০ টা বাজে। ভিডিও করার সময় ট্রেসের মনে হল হঠাতই বিদ্যুতের ঝলক গেল তাঁর শরীরে।
5/7
light_5
ট্রেসে জানিয়েছেন, তত্ক্ষণাত্ আইফোনটি ছুড়ে না ফেললে বড়সড় বিপদ হতে পারতো। এমনকী প্রাণহানিও ঘটতে পারতো বলে দাবি ওই মহিলার।
6/7
light_6
সে সময় তাঁর কাছে ছিলেন কয়েক জন বন্ধু, মা এবং তাঁর সন্তানেরা। তাঁরা রীতিমতো ভয় পেয়ে ওই ঘর থেকে বেরিয়ে নীচে চলে আসে। ট্রেসে বলেন, “সে সময় কুল থাকার চেষ্টা করেছি আমি। আমার সন্তানদের নিরাপদ স্থানে নিয়ে আসি।”
7/7
light_7
আইফোনে ভিডিও তুলতে গিয়ে এমনও ঘটনা ঘটতে পারে এখনও বিশ্বাস করতে পারছেন না ট্রেসে। এই ঘটনা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই রীতিমতো ভাইরাল।