Antilia: আম্বানিদের প্রাসাদের অজানা এই তথ্য জানলে, চমকাবেন আপনিও...

আম্বানিদের সম্পত্তি সম্পর্কে কে না জানে, তবে তাঁদের প্রাসাদ আন্টিলিয়ার েমন কিছু অজানা তথ্য আছে, যা জানলে চমকাবেন আপনিও।

Apr 12, 2024, 18:45 PM IST
1/7

১.

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ৪০০০০০ স্কোয়ার ফিটের এই বাড়ি দক্ষিণ বম্বের সবথেকে দামী রাস্তায় অবস্থিত। এই রাস্তায় বাড়ির দাম শুরু হয় স্কোয়ার ফিট প্রতি ৮০০০০ টাকা।  

2/7

২.

আন্টিলিয়া আসলে একটি ২৭ তলা বাড়ি, যা সাধারণ বাড়ির প্রতি সিলিং-এর উচ্চতা মেপে করা হলে ৪০-৬০ তলা পার করে যায়।

3/7

৩.

আন্টিলিয়ার ৬ টি তলা জুড়ে শুধুই আছে গাড়ির গ্যারাজ, এবং ৭ নম্বর তলায় আছে গাড়ির সার্ভিস স্টেশন।

4/7

৪.

আন্টিলিয়াতে এক নয়, দুই নয় মোট তিন টি হেলিপ্যাড রুফ ্রঅর্থাৎ হেলিকপটার নামার ছাদ আছে।

5/7

৫.

আম্বানিদের এই প্রাসাদটিতে সিড়ির পাশাপাশি আছে মোট ৯ টি লিফ্ট যাতে পরিবার এবং অতিথিদের কোনওরকম অপেক্ষা করতে না হয়।

6/7

৬.

আন্টিলিয়াতে সবকিছুর পাশাপাশি আছে েক বিশাল মন্দির এবং স্নো রুম, যা এই প্রাসাদকে অন্য জায়গার থেকে আলাদা করে।

7/7

৭.

বাড়ির উপরের তলাতে থাকেন পরিবারের মানুষেরা, তবে নীচের তলায় না থাকলেও তাঁদের কখনই মাটির থেকে দূরে থাকতে হয়না। আন্টিলিয়ার উপরের তলা গুলিতেও ঘাস তৈরি করা হয়েছে, যা খুবই অন্যরকম।