Uorfi goes bald: এক ছবিতেই ভাইরাল, চুল নেই উর্ফির!

Urfi Javed: সোমবার আচমকাই সবাইকে চমকে দিলেন উর্ফি জাভেদ। নানারকমের ড্রেসের সঙ্গে নানা ধরনের হেয়ারস্টাইল করতেও দেখা যায় উর্ফিকে। তবে এদিন সবাইকে চমকে দিয়ে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। 

| May 13, 2024, 16:22 PM IST
1/8

উর্ফির নয়া চমক

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাঝে মাঝেই নেটপাড়ায় চমক দেন উর্ফি জাভেদ।   

2/8

উর্ফির নয়া চমক

প্রায়শই নানা ধরনের পোশাক পরে চর্চায় থাকেন তিনি।   

3/8

উর্ফির নয়া চমক

ড্রেসের সঙ্গেই চমকপ্রদ হেয়ারস্টাইলও থাকে উর্ফির।   

4/8

উর্ফির নয়া চমক

তবে সোমবার ফ্যানেদের কার্যত তাজ্জব বানিয়ে দিয়েছেন উর্ফি।   

5/8

উর্ফির নয়া চমক

এদিন একটি ছবি পোস্ট করেছেন অভিনেত্রী।   

6/8

উর্ফির নয়া চমক

সেই ছবিতে দেখা যাচ্ছে, পুরোপুরি মাথা কামিয়ে ফেলেছেন উর্ফি।   

7/8

উর্ফির নয়া চমক

কেন হঠাত্ ন্যাড়া হয়ে গেলেন উর্ফি, অনেকেই তা জিগ্গেস করেছেন অভিনেত্রীকে।   

8/8

উর্ফির নয়া চমক

অন্যদিকে নেটপাড়ার এক অংশের মতামত, ন্যাড়া হননি তিনি, এটা নিশ্চই কোনও ফিল্টার।