ভোটার তালিকায় নাম তোলা, ভ্রম সংশোধনের জন্য কী করবেন?

Aug 30, 2018, 16:05 PM IST
1/6

আপনার কী ভোটার কার্ডে নাম ভুল আছে? বা পদবীর বানান ভুল রয়েছে? কিংবা ঠিকানা পরিবর্তন করার প্রয়োজনীয়তা রয়েছে? তাহলে অবশ্যই জেনে রাখুন – ১ জানুয়ারি ২০১৯-কে ভিত্তি তারিখ ধরে ১ সেপ্টেম্বর থেকে ভোটার তালিকা সংশোধন কর্মসূচি নিয়েছে নির্বাচন কমিশন। ভোটদাতারা নিজের ভোটার তালিকার নথি পরিবর্তন করতে চাইলে আগামী মাস থেকেই তাঁরা প্রয়োজনীয় পরিবর্তনের জন্য আবেদন করতে পারেন।  

2/6

ভোটার তালিকা সংশোধন কর্মসূচি চলবে চলতি বছরের অক্টোবর মাস পর্যন্ত। ৩১ অক্টোবরের (বুধবার) মধ্যে ভোটার তালিকা সংক্রান্ত যাবতীয় আবেদন গ্রহন করা হবে ভোট কেন্দ্রে।

3/6

নতুন ভোটার, যারা ভোটার তালিকায় নিজের নাম তুলতে চান তাঁরা আবেদন জমা দেওয়ার আগে অবশ্যই দেখে নেবেন, ১ (২০১৯) জানুয়ারির মধ্যে যেন  তাঁদের বয়স ১৮ হয়। সেটা না হলে, তাঁর আবেদন গৃহীত হবে না।

4/6

ভোটার কেন্দ্রে নথি জমা করা ছাড়াও ১ সেপ্টেম্বর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রবিবার একটি করে বিশেষ শিবিরেরও আয়োজন করেছে নির্বাচন কমিশন। এই শিবিরগুলো অনুষ্ঠিত হবে, যথাক্রমে ৯ সেপ্টেম্বর, ২৩ সেপ্টেম্বর, ৬ অক্টোবর, ২৮ অক্টোবর। 

5/6

ভোটার তালিকায় নাম না থাকলে ৬ নম্বর এবং তথ্য সংশোধন করতে হলে ৮ নম্বর ফর্ম পূর্ণ করতে হবে।

6/6

বিশদে জানতে হলে টোল ফ্রি নম্বর ১৯৫০-এ ফোন করতে পারেন অথবা www.ceowestbengal.nic.in ওয়েবসাইট দেখুন।