ইউপিএসসি-তে জয়জয়কার ভারতের 'বেটিদের', প্রথম চারে চারজনই মেয়ে!

May 23, 2023, 20:36 PM IST
1/5

ইউপিএসসি-তে প্রথম চারে সবাই মেয়ে!

UPSC 2022 result

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রকাশিত হয়েছে পাবলিক সার্ভিস ২০২২ পরীক্ষার ফলাফল। রেজাল্ট বেরতেই দেখা গেল এবার প্রথম চারে চারজন-ই মেয়ে। আইএএস, আইপিএস, আইএফএস সহ কেন্দ্রীয় সরকারের সিভিল সার্ভিসের বিভিন্ন শাখায় নিয়োগের জন্য মোট ৯৩৩ জনের নামের তালিকা প্রকাশ করা হয়েছে।

2/5

ইউপিএসসি-তে প্রথম চারে সবাই মেয়ে!

UPSC 2022 result

প্রথম হয়েছেন ইশিতা কিশোর। ইশিতা দিল্লি ইউনিভার্সিটির শ্রীরাম কলেজ থেকে কমার্সে স্নাতক।

3/5

ইউপিএসসি-তে প্রথম চারে সবাই মেয়ে!

UPSC 2022 result

দ্বিতীয় হয়েছেন গরিমা লোহিয়া। গরিমাও দিল্লি ইউনিভার্সিটির কিরোরিমাল কলেজ থেকে কমার্সে স্নাতক।

4/5

ইউপিএসসি-তে প্রথম চারে সবাই মেয়ে!

UPSC 2022 result

তৃতীয় হয়েছেন উমা হারাথি এন। উমা হায়দরাবাদ আইআইটি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বি.টেক ডিগ্রি নিয়ে স্নাতক।

5/5

ইউপিএসসি-তে প্রথম চারে সবাই মেয়ে!

UPSC 2022 result

আর চতুর্থ হয়েছেন স্মৃতি মিশ্র। দিল্লি ইউনিভার্সিটির মিরান্ডা হাউজ অফ কলেজ থেকে স্নাতক স্মৃতি।