নিজস্ব প্রতিবেদন : এক, দুই, তিন, চার। সবেতেই UPSC-তে এবার মেয়েদের জয়জয়কার। UPSC মেধাতালিকার প্রথম চারে এবার দেশের ৪ কৃতী কন্যা।
2/5
প্রথম চারে ৪ কন্যা
এবার UPSC -তে প্রথম হয়েছেন শ্রুতি শর্মা। দ্বিতীয় অঙ্কিতা আগরওয়াল। তৃতীয় যামিনী সিংলা। চতুর্থ ঐশ্বরিয়া বর্মা। কে এই টপার শ্রুতি শর্মা? চলুন চিনে নেওয়া যাক-
photos
TRENDING NOW
3/5
সেন্ট স্টিফেন্সের ছাত্রী
দিল্লি বিশ্ববিদ্যালয়ের সেন্ট স্টিফেন্স কলেজের ছাত্রী ছিলেন শ্রুতি শর্মা। ইতিহাসে স্নাতক শ্রুতি জওহরলাল নেহেরু ইউনিভার্সিটি থেকে স্নাতকোত্তর করেন।
4/5
ইতিহাসের ছাত্রী শ্রুতি
তারপর জামিয়া মিলিয়া ইসলামিয়ার রেসিডেন্সিয়াল কোচিং অ্যাকাডেমিতে সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নেন শ্রুতি। UPSC-তে তাঁর ঐচ্ছিক বিষয়ও ছিল ইতিহাস।
5/5
বিজনৌরের মেয়ে শ্রুতি
উত্তরপ্রদেশের বিজনৌরের মেয়ে শ্রুতি মেয়ে। প্রসঙ্গত, প্রিলিমিনারি, মেইন ও ইন্টারভিউ- এই ৩ ধাপে হয় UPSC পরীক্ষা। যা বাছাই করে নেয় IAS, IFS ও IPS অফিসারদের।