Urfi Javed: প্রেমের সপ্তাহে উর্ফির 'পুতুল খেলা'

Urfi Javed: খোলামেলা পোশাকের কারণে প্রায়ই আলোচনায় থাকেন উর্ফি জাভেদ। সম্প্রতি নিজের এক নতুন ভিডিয়ো নেটমাধ্যমে শেয়ার করেন উর্ফি। নতুন পোশাকের জন্য এবার মডেলের নতুন ভাবনা বার্বি ডল নিয়ে।   

Feb 07, 2024, 17:35 PM IST
1/6

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: খোলামেলা পোশাকের কারণে প্রায়ই আলোচনায় থাকেন এই মডেল। তিনি আর কেউ নয়, উর্ফি জাভেদ। শুধু খোলামেলা তাঁর বেশিরভাগ পোশাকের জন্য তিনি বিতর্কের সঙ্গে জড়িত থাকেন। এই ছোট এবং সাহসী পোশাক উর্ফি নিজেই বানান।   

2/6

সম্প্রতি নিজের এক নতুন ভিডিয়ো নেটমাধ্যমে শেয়ার করেন উর্ফি। নতুন পোশাকের জন্য এবার মডেলের নতুন ভাবনা বার্বি ডল নিয়ে।   

3/6

ভিডিয়োটিতে দেখা যায়, বার্বি পুতুল ব্যবহার করে একটি স্কার্ট বানিয়েছেন উর্ফি। তার সঙ্গে পরেছিলেন সাদা টপ। চুল কার্ল করে পনিটেল করা এবং গলায় একটা চেইন।      

4/6

উর্ফি ভিডিয়োটি পোস্ট করার সঙ্গেই ঝড়ের গতিতে শেয়ার করা শুরু করে দেন তাঁর অনুরাগীরা। অন্যদিকে কিছুজন ভিডিয়োটি দেখে সমালোচনাও করেন। 

5/6

প্রসঙ্গত, প্রথম থেকেই উর্ফির পোশাক নিয়ে বেশ কিছু মহল শালিনতার প্রসঙ্গ তোলেন। শুধু তাই নয়, অনেকেই অভিযোগ করে জানায় উর্ফি ভারতের সংস্কৃতির ঐতিহ্য নষ্ট করছেন।  

6/6

এইরকম বির্তকিত পোশাক পরেই উর্ফি ইতিমধ্যেই বাড়িয়ে ফেলছেন তাঁর ভক্তের সংখ্যা। অনুরাগীরাও অপেক্ষা থাকেন, যে এইবার তিনি তাঁর পোশাকে চমক আনবেন।