বড় খবর দিলেন বিশ্বের দ্রুততম মানুষ! করোনার এই দুঃসময়ে বড়সড় সিদ্ধান্ত নিলেন

Jul 11, 2020, 13:53 PM IST
1/5

বড় খবর দিলেন বোল্ট

বড় খবর দিলেন বোল্ট

তিনটি অলিম্পিকে আটটি সোনার পদক জয়ী জীবন্ত কিংবদন্তি তিনি। হঠাত্ করেই সমর্থকদের মন খারাপ করা খবর দিয়েছিলেন। উসেইন বোল্টের অবসরের খবরে মন ভেঙেছিল তাঁর অনুরাগীদের। 

2/5

বড় খবর দিলেন বোল্ট

বড় খবর দিলেন বোল্ট

তিনটি অলিম্পিকে পর পর ১০০ মিটার দৌড়ে সোনা জিতেছিলেন তিনি। দৌড়বিদ হিসাবে তিনি ছিলেন অন্য উচ্চতায়। বিশ্বের দ্রুততম মানুষ এবার বড় খবর দিলেন।

3/5

বড় খবর দিলেন বোল্ট

বড় খবর দিলেন বোল্ট

১১ বারের বিশ্বচ্যাম্পিয়ন বোল্ট ২০১৭ সালে অবসর নিয়েছিলেন। কিন্তু ট্র্যাক ছেড়ে তিনি আর থাকতে পারছেন না। অবসর ভেঙে ফিরে আসতে পারেন তিনি। এমনই ইঙ্গিত দিলেন বোল্ট।

4/5

বড় খবর দিলেন বোল্ট

বড় খবর দিলেন বোল্ট

৯.৫৮ সেকেন্ডে ১০০ মিটার। ১৯.১৯ সেকেন্ডে ২০০ মিটার। দুটি বিশ্বরেকর্ড বোল্টের পকেটে। মাত্র ৩০ বছরর বয়সেই এত রেকর্ডের মালিক হয়েছিলেন তিনি। 

5/5

বড় খবর দিলেন বোল্ট

বড় খবর দিলেন বোল্ট

বোল্ট বলেছেন, কোচ চাইলে আমি অবসর ভেঙে ফিরে আসতে পারি। বোল্টের কাছ থেকে এমন সুখবর পেয়ে দারুণ খুশি তাঁর ভক্তরা। কিছুদিন আগেই কন্যাসন্তানের বাবা হয়েছেনম বোল্ট। তিনি বলেছিলেন, বাবা হওয়ার থেকে বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অপেক্ষাকৃত সহজ কাজ।