রাশি অনুযায়ী জেনে নিন আপনার রাখির শুভ রং ও শুভ সময়

Aug 25, 2018, 06:52 AM IST
1/8

1

1

২৬ অগাস্ট রাখি পূর্ণিমা। এ দিন রাখি পরানোর জন্য শুভ সময় শুরু হচ্ছে ভোর ৫টা ৫৯ মিনিট থেকে চলবে বিকেল ৫টা ২৫ মিনিট পর্যন্ত। ভাইয়ের জন্য কোন রাখিটি কিনবেন ভাবছেন? সেই সমস্যার সমাধান করে দিচ্ছে জ্যোতিষশাস্ত্র।

2/8

2

2

জ্যোতিষশাস্ত্র মতে 'অনুকার' বা 'স্বস্তিকা' আকারের রাখিকে শুভ বলে মনে করা হয়। রাখিতে কোনও ধাতুর অংশ থাকাকেও শুভ বলে মনে করেন বাস্তু শাস্ত্রবিদরা। ভাইয়ের জন্য উপযুক্ত হবে কোন রাখিটি, তার উত্তর লুকিয়ে আছে আপনার রাশিফলেই। ভাইয়ের সৌভাগ্য বৃদ্ধিতে কোন রাখিটি উপযুক্ত, জেনে নেওয়া যাক তাঁর রাশিফল অনুযায়ী।

3/8

3

3

আপনার দাদা বা ভাই যদি মেষ রাশির জাতক হন, তাহলে লাল, গেরুয়া, হলুদ রঙের রাখি তাঁর জীবনে সৌভাগ্য ধরে রাখতে সাহায্য করবে। বৃষ রাশির জাতকদের ক্ষেত্রে নীল রঙের রাখিকেই উপযুক্ত মনে করেন বাস্তু শাস্ত্রবিদরা।

4/8

4

4

আপনার দাদা বা ভাই যদি মিথুন বা কর্কট রাশির জাতক হন সেক্ষেত্রে তাঁর জন্য সবচেয়ে ভাল হল সবুজ রঙের রাখি। কর্কট রাশির জাতকদের ক্ষেত্রে পাথর বসানো কোনও রাখিই সবচেয়ে উপযুক্ত।

5/8

5

5

আপনার ভাই বা দাদা যদি সিংহ রাশির জাতক হন, তাহলে তাঁর জন্য লাল, গেরুয়া বা উজ্জ্বল রঙের রাখি সবচেয়ে ভাল। কন্যা রাশির জাতকদের জন্য সবুজ ও সাদা রঙের রাখি তাঁর জীবনে সৌভাগ্য ধরে রাখতে সাহায্য করবে।

6/8

6

6

তুলা রাশির জাতকদের জন্য রক্তবেগুনী বা বেগুনী (পার্পেল) রঙের রাখি সবচেয়ে ভাল। এতে তাঁদের জীবন স্থিতিশীল হবে। আপনার দাদা বা ভাই যদি বৃশ্চিক রাশির জাতক হন, সে ক্ষেত্রে তাঁর জন্য সবচেয়ে উপযুক্ত হল লাল রঙের রাখি।

7/8

7

7

ধনু রাশির জাতকদের হলুদ রঙের রাখি উপহার দিন। আর মকর রাশির জাতকদের পরিয়ে দিন গোলাপী রাখি। এই রাখি তাঁর জীবনে সৌভাগ্য ধরে রাখতে সাহায্য করবে।

8/8

8

8

কুম্ভ ও মীন কুম্ভ রাশির জাতকদের জন্য উপযুক্ত হল কোনও গাঢ় রঙের রাখি। আপনার ভাই বা দাদা যদি মীন রাশির জাতক হন, তাঁকে পরান সাদা বা হলুদ রঙের রাখি যা তাঁর জন্য সবচেয়ে উপযুক্ত।