এবার এইচআইভি আক্রান্তদের জন্য খুলল ‘ম্যাট্রিমনিয়াল সাইট’!

Aug 21, 2018, 23:28 PM IST
1/5

1

1

এখন মনের মতো পাত্র-পাত্রীর খোঁজ পেতে বেশির ভাগ মানুষই আর খবরের কাগজ খুলে বসেন না। কারণ, এখন বিভিন্ন জনপ্রিয় ‘ম্যাট্রিমনিয়াল সাইট’ সহজেই প্রয়োজন মতো চোখের সামনে হাজির করবে পছন্দসই পাত্র-পাত্রী। বাঙালি, গুজরাতি, পঞ্জাবি— যেমন পাত্র-পাত্রী চাই, ঠিক তেমনই পেয়ে যাবেন।

2/5

2

2

এ বার এইচআইভি আক্রান্তদের জন্যেও প্রস্তুত বিশেষ ‘ম্যাট্রিমনিয়াল সাইট’! ওয়েবসাইটটির নাম gsnpplus.org। এই সাইট থেকে এইচআইভি আক্রান্ত তরুণ-তরুণী খুঁজে নিতে পারবেন তাঁদের পছন্দসই জীবনসঙ্গী।

3/5

3

3

আমেদাবাদে এমনই দৃষ্টান্তমূলক উদ্যোগ নিয়েছে গুজরাত স্টেট নেটওয়ার্ক অফ পজিটিভ পিপল, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট এবং আহমেদাবাদ অ্যান্ড শ্রীরামকৃষ্ণ এক্সপোর্টস।

4/5

4

4

আইআইএম-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এ ক্ষেত্রে পাত্র-পাত্রী— দু’জনের পরিচয়ই একেবারে গোপন রাখা হয়েছে। খুবই গোপনীয় ভাবেই এখানে সকলে তাঁদের প্রোফাইল আপলোড করেছেন। শুধু তাই নয়, নির্দিষ্ট শর্ত মেনে, উপযুক্ত নথিপত্র দিয়ে এখানে নাম নথিভুক্ত করার পরেই একে অপরের প্রোফাইল দেখতে পাবেন।

5/5

5

5

জানা গিয়েছে, গুজরাত স্টেট নেটওয়ার্ক অফ পজিটিভ পিপল-এর প্রতিষ্ঠাতা নিজেও এইচআইভি আক্রান্ত। ১৯৯৭ সালে ব্লাড টেস্ট করার সময় এইআইভি ভাইরাস ধরা পড়ে তাঁর রক্তে। এর পর থেকেই দেশের এইচআইভি আক্রান্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।