#উৎসব: এবার পুজোর থিমে পরিযায়ী শ্রমিকদের 'ভগবান' Sonu Sood, ইয়াস বিধ্বস্ত মানুষের জীবনযুদ্ধ
থিমে মানুষের জীবন-যুদ্ধ
Oct 10, 2021, 13:35 PM IST
1/7
কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ। এবারের থিম- ইয়াস (Cyclone Yaas) পরবর্তী সময়ে উপকূলবর্তী এলাকার মানুষের জীবন।
2/7
মণ্ডপের প্রতিটি অংশে ধরা পড়েছে ইয়াস বিধ্বস্ত উপকূলের মানুষের জীবনের রোজকার যুদ্ধ।
photos
TRENDING NOW
3/7
একই মণ্ডপে দেখা গিয়েছে অতিমারিতে পরিযায়ী শ্রমিকদের 'ভগবান' হয়ে ওঠা সোনু সুদকেও।
4/7
অতিমারির ভয়াল কোপে কর্মহীন, অভুক্ত মানুষদের পাশে যেভাবে দাঁড়িয়েছেন বলি তারকা। সেই ছবি দুর্গাপুজোর থিমে তুলে ধরেছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দ।
5/7
সোনু সুদ ফাউন্ডেশনের অজস্র জনহিতকর কাজের মধ্যে কয়েকটি সকলের সামনে তুলে ধরা হয়েছে।
6/7
সাধারণত সুন্দরবন এলাকায় মা বনবিবির পুজো করেন সাধারণ মানুষ। যার বাহন বাঘ। সেই বনবিবির মন্দিরও রয়েছে কেষ্টপুর প্রফুল্ল কানন (পশ্চিম) অধিবাসীবৃন্দের মণ্ডপে।
7/7
ইয়াস পরবর্তী সময়ে জঙ্গল থেকে কাঠ এনে কোনরকমে রান্না করছে সাধারণ মানুষ।