কুম্ভ মেলা থেকে যোগী সরকারের আয় কত জানেন! শুনলে আঁতকে উঠবেন

Jan 20, 2019, 15:19 PM IST
1/6

s 6

s 6

কুম্ভ মেলা থেকে উত্তরপ্রদেশ সরকারের কত আয় হতে পারে! শুনলে আঁত্কে উঠতে পারেন। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইনডাস্ট্রি-র একটি হিসেব মতো রাজ্য সরকার ওই মেলা থেকে ১.২ লাখ কোটি টাকা আয় করবে।

2/6

S 5

S 5

১৫ জানুয়ারি প্রয়াগরাজে শুরু হয়েছে কুম্ভ মেলা। চলবে ৪ মার্চ পর্যন্ত।

3/6

S 4

S 4

ধর্মীয় অনুষ্টান হলেও এই মেলা থেকে আয়ও হয় বিপুল। কারণ এখানে ৫০ দিনে আসবেন কমপক্ষে ১২ কোটি মানুষ।

4/6

S 3

S 3

ইতিমধ্যেই ওই মেলার জন্য যোগী আদিত্যনাথ সরকার ৪,২০০ কোটি টাকা বিনিয়োগ করেছে। ২০১৩ সালের কুম্ভ মেলার বাজেটের থেকে এই অঙ্ক তিন গুণ।

5/6

S 2

S 2

বিপুল টাকা খরচ করে এই মেলায় রেকর্ড করার চেষ্টা করেছে উত্তরপ্রদেশ সরকার। কনফেডারেশন অব ইন্ডিয়ান ইনডাস্ট্রি-র হিসেব হসপিটালিটি ক্ষেত্রে কাজ পাবেন ২,৫০,০০০ জন, বিমান পরিবহনের ক্ষেত্রে ১৫০০০০ জন ও ট্যুর অপারেটিংয়ের ক্ষেত্রে কাজ পাবেন ৪৫০০০ জন ও মেডিক্যাল সেক্টরে কাজে পাবেন ৮৫০০০ জন।

6/6

s 1

s 1

মেলায় লোক এসেছেন অস্ট্রেলিয়া, কানাডা, নিউ জিল্যান্ড, জিম্বাবোয়ে, শ্রীলঙ্কা, ব্রিটেন, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে। এর ফলে শুধুমাত্র উত্তরপ্রদেশ, পঞ্জাব, উত্তরাখণ্ড হিমাচল প্রদেশ ও রাজস্থানের লোকজন এই মেলা থেকে আয় করতে পারবেন।