1/9
নিজস্ব প্রতিবেদন: বাড়ল নিখোঁজ সংখ্যা। প্রায় ১৯৭ জনের খোঁজ মিলছে না। জোরকদমে চলছে উদ্ধারকার্য। ৩২ জনের মৃত দেহ খুঁজে পাওয়া গিয়েছে। এই মুহূর্তে ভাবাচ্ছে বেশি তপোবন বিদ্যুৎপ্রকল্পের সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের নিয়ে। তিন দিন হতে চলল এখনও এক তৃতীয়াংশের বেশিজনকে খুঁজে পাওয়া যায়নি। ২.৫ কিলোমিটারের টানেলে ঢুকতে অনেক পরিশ্রম করতে হচ্ছে উদ্ধারকারী দলকে। কারণ টানেলের মিখে আকে রয়েছে বড় বড় পাথর ও কাদা।
2/9
photos
TRENDING NOW
3/9
আইটিবিপি-র মুখপাত্র বিবেক কুমার পাণ্ডে জানিয়েছেন, ২৪ ঘণ্টা সুড়ঙ্গের ভিতরে কাদা এবং পাথর সরানোর কাজ চলছে। প্রবেশমুখ থেকে ১২০ মিটার পথ পরিষ্কার হয়েছে। সুড়ঙ্গের ছাদ থেকে প্রায় ১২ থেকে ১৫ ফুট প্রষ্কার করা সম্ভব হয়েছে। পাথরের স্তূপ কমিয়ে আনা হয়েছে। খুব শীঘ্রই আইটিবিপি-র জওয়ানরা ভিতরে ঢুকতে পারবেন বলে মনে করা হচ্ছে।
4/9
5/9
6/9
photos