V.S. Naipaul: একদা তাঁর বক্তব্য সংকলিত হয়েছিল 'আ কালেকশন অফ ওয়ার্স্ট থিংস...'নামে

'আ হাউস ফর মিস্টার বিশ্বাস'। আধুনিক ভারতীয় ইংরেজি উপন্যাসের সূচনাবিন্দু। প্রথম থেকেই এই লেখা ভীষণ আলাদা, ভীষণ আন্তর্জাতিক আবার দারুণ ভাবে ভারতীয়। যুগান্তকারী উপন্যাসটি লিখেছিলেন ভি এস নয়পল। ১৭ অগস্ট তাঁর জন্মদিন।

| Aug 17, 2022, 23:04 PM IST

সৌমিত্র সেন: 'আ হাউস ফর মিস্টার বিশ্বাস'। এটিকে  বলা হয় আধুনিক ভারতীয় ইংরেজি উপন্যাসের সূচনাবিন্দু। এর পটভূমি ত্রিনিদাদ। তবে এর চরিত্ররা সকলেই ভীষণ ভাবে ভারতীয়। মোহন বিশ্বাস, শ্যামা, সকলেই ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান। ছোট্ট মোহনের ছটি আঙুল, জন্মের পর তার কোষ্ঠী তৈরি হয়, গণৎকারের তাকে অপয়া বলে ভবিষ্যদ্বাণী করে। সব মিলিয়ে প্রথম থেকেই এই লেখা ভীষণ আলাদা, ভীষণ আন্তর্জাতিক আবার দারুণ ভাবে ভারতীয়। এই যুগান্তকারী উপন্যাসটি লিখেছিলেন ভি এস নয়পল। 
স্যার বিদ্যাধর সূর্যপ্রসাদ নয়পল। ১৭ অগস্ট তাঁর জন্মদিন। ১৯৩২ সাল তাঁর জন্মবছর। ভারতীয়-নেপালীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক তিনি। পরবর্তীকালে ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেছিলেন। মূলত ইংরেজি ভাষায় সাহিত্যচর্চা করেছেন। ২০০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।

1/6

মেয়েরা আবেগপ্রবণ

ভি এস নয়পল। কখনও বলেছেন, ইংরেজি ছাড়া অন্য ভারতীয় ভাষায় (আজকাল) কোনও লেখালেখি হচ্ছে না। কখনও লেখিকাদের সম্বন্ধে বলেছেন-- মেয়েরা আবেগপ্রবণ, তাদের লেখালেখিতেও সেই সঙ্কীর্ণ চিন্তাধারার প্রকাশ। জেন অস্টেন থেকে কেউই তাই সাহিত্যিক হিসেবে প্রথম শ্রেণির নন। 

2/6

অ্যান এরিয়া অব ডার্কনেস

কখনও পূর্বপুরুষের দেশ ভারত নিয়ে 'অ্যান এরিয়া অব ডার্কনেস' লেখেন। সেখানে বলেন, এখানে লোকে সর্বত্র মলত্যাগ করে। রেললাইনের ধারে, মাঠের ধারে, রাস্তার ধারে, নদীর ধারে, সমুদ্রতীরে কোত্থাও বাকি রাখে না।  

3/6

বোমা ফাটিয়েছেন সুযোগ পেলেই

ইরান, ইরাক থেকে পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া-- সেখানকার মুসলিম জনজীবন নিয়ে লিখেছেন দারুণ বই। কিন্তু সেখানে বোমা ফাটিয়েছেন। বলে দিয়েছেন, ইসলাম আসলে ঔপনিবেশিকতার চেয়েও খারাপ! 

4/6

আফ্রিকা নিয়ে

আফ্রিকা নিয়ে করেছিলেন তির্যক মন্তব্য। বলেছিলেন, ঠিক ব্যাপারটাই আফ্রিকায় নেই!

5/6

আ কালেকশন অব ওয়ার্স্ট থিংস ভি এস নয়পল হ্যাজ এভার সেড

বহু লেখকই নয়পলের কথাবার্তায় আহত হয়েছেন, রেগে গিয়েছেন, সমালোচনায় মুখর হয়েছেন। আর এরই জেরে একদা তৈরি হয়েছিল 'আ কালেকশন অব ওয়ার্স্ট থিংস ভি এস নায়পল হ্যাজ এভার সেড'-এর মতো সাইটও!

6/6

ভারতীয় ইংরেজি সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ

কিন্তু ভি এস নয়পল শুধু বিতর্কিত উক্তিরই সম্ভার নন। ভারতীয় ইংরেজি সাহিত্যের অন্যতম প্রাণপুরুষ তিনি। ত্রিনিদাদ ও টোবাগোর পটভূমিতে রচিত তাঁর বিভিন্ন স্বাদের উপন্যাস, তাঁর জীবনকাহিনি ও ভ্রমণকাহিনি, তাঁর আত্মজীবনীমূলক উপন্যাস সবই অনন্য। পঞ্চাশ বছরেরও বেশি তাঁর সাহিত্যজীবনে তিরিশের বেশি গ্রন্থ রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল-- 'ইন আ ফ্রি স্টেট', 'আ বেন্ড ইন দ্য রিভার', 'আ হাউস ফর মিস্টার বিশ্বাস'।