V.S. Naipaul: একদা তাঁর বক্তব্য সংকলিত হয়েছিল 'আ কালেকশন অফ ওয়ার্স্ট থিংস...'নামে
'আ হাউস ফর মিস্টার বিশ্বাস'। আধুনিক ভারতীয় ইংরেজি উপন্যাসের সূচনাবিন্দু। প্রথম থেকেই এই লেখা ভীষণ আলাদা, ভীষণ আন্তর্জাতিক আবার দারুণ ভাবে ভারতীয়। যুগান্তকারী উপন্যাসটি লিখেছিলেন ভি এস নয়পল। ১৭ অগস্ট তাঁর জন্মদিন।
সৌমিত্র সেন: 'আ হাউস ফর মিস্টার বিশ্বাস'। এটিকে বলা হয় আধুনিক ভারতীয় ইংরেজি উপন্যাসের সূচনাবিন্দু। এর পটভূমি ত্রিনিদাদ। তবে এর চরিত্ররা সকলেই ভীষণ ভাবে ভারতীয়। মোহন বিশ্বাস, শ্যামা, সকলেই ভারতীয় অভিবাসী পরিবারের সন্তান। ছোট্ট মোহনের ছটি আঙুল, জন্মের পর তার কোষ্ঠী তৈরি হয়, গণৎকারের তাকে অপয়া বলে ভবিষ্যদ্বাণী করে। সব মিলিয়ে প্রথম থেকেই এই লেখা ভীষণ আলাদা, ভীষণ আন্তর্জাতিক আবার দারুণ ভাবে ভারতীয়। এই যুগান্তকারী উপন্যাসটি লিখেছিলেন ভি এস নয়পল।
স্যার বিদ্যাধর সূর্যপ্রসাদ নয়পল। ১৭ অগস্ট তাঁর জন্মদিন। ১৯৩২ সাল তাঁর জন্মবছর। ভারতীয়-নেপালীয় বংশোদ্ভূত ত্রিনিদাদীয় সাহিত্যিক তিনি। পরবর্তীকালে ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেছিলেন। মূলত ইংরেজি ভাষায় সাহিত্যচর্চা করেছেন। ২০০১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পান।