অক্টোবরেই ভালো থাকার ভ্যাকসিন! ভিন্ন রূপে আসছে মীরাক্কেল

Oct 09, 2020, 13:09 PM IST
1/13

নিজস্ব প্রতিবেদন :  মন খারাপের বছরে ভালো থাকার ভ্যাকসিন নিয়ে আসছে জি বাংলা। শুরু হচ্ছে মীরাক্কেল সিজন  ১০। দীর্ঘ চার বছর পর ফের মীরাক্কেলের যাত্রা শুরু।   

2/13

বাংলা টেলিভিশন জগতের অন্যতম জনপ্রিয় শো' মীরাক্কেল দেখা যাবে ১১ অক্টোবর, ২০২০ থেকে। শুরু হয়ে গিয়েছে শুটিং। 

3/13

করোনার আতঙ্ক থেকে বেরিয়ে হাসির জগতে প্রবেশ করাতে হাজির হচ্ছে মীরাক্কেল।  

4/13

হাসির ফোয়ারা নিয়ে আসতে একবার মীর ও তাঁর দল আসতে চলেছেন জি বাংলার পর্দায়। সঞ্চালকে থাকছেন মীর  যাকে ছাড়া মীরাক্কেল অসম্পূর্ণ। সঙ্গে তাঁর ব্যান্ড ব্যান্ডেজ।

5/13

প্রতি রবিবার ভালো থাকার ভ্যাকসিন  ট্যাগলাইন নিয়েই এবার মাঠে নামতে চলেছে মীরাক্কেলের টিম।

6/13

রবিবার রাত ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত চলবে মীরাক্কেল।

7/13

করোনাভাইরাস পরিস্থিতিতে যতটা সম্ভব সতর্কতা মেনেই শুটিং শুরু হয়েছে।  

8/13

মীরাক্কেলের কোভিড-ভীত মানব জাতিকে খানিক স্বস্তি দেবে বলাই যায়। 

9/13

মীরাক্কেলে অডিশন দিতে এসেছিল ১০ হাজার প্রতিযোগী। তাঁদের মধ্যে থেকে ২৮ জনকে বেছে নেওয়া হয়েছে। 

10/13

প্রায় ১৮ মাস ধরে চলে অডিশনের পালা।  এবারের বিচারকের আসনে দেখা যাবে বাংলা ইন্ডাস্ট্রির তারকাদের। 

11/13

রয়েছেন কাঞ্চন, পাওলি দাম, সায়ন্তিকা এবং বিশ্বনাথকে। 

12/13

পরের দিকের পর্বগুলিতে সোহম ও রুদ্রনীলকেও দেখা যাবে বিচারকের আসনে

13/13

বাড়িতে থেকে পরিবারের সঙ্গে মীরাক্কেলের মজা মন ভাল করবে।