পার্থ থেকে শুরু করে বেদাঙ্গি নিউজিল্যান্ডের ওয়েলিংটন যান। সেখান থেকে কানাডা। পরে ইউরোপের পর্তুগাল, স্পেন, ফ্রান্স, বেলজিয়ামস জার্মানি, ডেনমার্ক, সুইডেন, ফিনল্যান্ড ও রাশিয়ায় যান বেদাঙ্গিয রাশিয়ারার ৪০০০ কিলোমিটার সাইকেল চালিয়েছিলেন পুণের মেয়ে।
9/10
-২০ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও সাইকেল চালাতে হয়েছে তাঁকে। কঠিন লক্ষ্য ছুঁয়ে মা-বাবাকে কৃতিত্ব দিয়েছেন বেদাঙ্গি।
10/10
সিটি অব জয় কলকাতাতে এদিন সাইকেল চালিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছবেন বেদাঙ্গা। সেখানে আর ১৫ কিলোমিটার চালালে যেখানে শুরু করেছিলেন, সেই জায়গায় পৌঁছবেন।