'ছোট' ক্রিকেটকে বিদায় জানালেন চাকদহ্ এক্সপ্রেস

Aug 23, 2018, 15:15 PM IST
1/8

1

1

টি-২০ ক্রিকেটকে বিদায় জানালেন বঙ্গ তথা ভারতীয় পেসার ঝুলন গোস্বামী। বিশ্ব টি-২০-র আগে হঠাত্ অবসর নিলেন ভারতীয় স্পিডস্টার।

2/8

2

2

বৃহস্পতিবার এক বিবৃতিতে ঝুলনের টি-২০ থেকে অবসরের কথা জানিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

3/8

3

3

শুধুমাত্র বঙ্গ ক্রিকেটেই নয়, ভারতীয় ক্রিকেট সার্কিটেও তিনি বিখ্যাত চাকদহ্ এক্সপ্রেস নামে।

4/8

4

4

নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে উইমেন্স টি-২০। কিন্তু তাতে আর খেলবেন না ঝুলন গোস্বামী।

5/8

5

5

৬৮টা টি-২০ খেলে ৫৬টা উইকেট পেয়েছেন ঝুলন। 

6/8

6

6

ভারতীয় জার্সিতে ১০টা টেস্ট খেলেছেন এই বঙ্গ পেসার।

7/8

7

7

দেশের হয়ে ১৬৯টা একদিনের ম্যাচ খেলেছেন চাকদহের পেসার।

8/8

8

8

প্রথম মহিলা পেসার হিসাবে একদিনের ক্রিকেটে ২০০ উইকেট পেয়েছিলেন ঝুলন।