রাজ্যজুড়ে জন্মাষ্টমীর শোভাযাত্রায় 'হিন্দুত্বে'র আবেগ উস্কে দিল ভিএইচপি

Sep 02, 2018, 21:10 PM IST
1/9

জন্মাষ্টমীতে শোভাযাত্রা

VHP_1

রাম নবমীর পর জন্মাষ্টমীতে রাজ্যজুড়ে আরও একবার 'হিন্দুত্বে'র আবেগ নিয়ে রাস্তায় নামল বিশ্ব হিন্দু পরিষদ ও তাদের যুব সংগঠন বজরং দল। 

2/9

জন্মাষ্টমীতে শোভাযাত্রা

VHP_2

রাজ্যের বিভিন্ন জায়গায় শোভাযাত্রা বের করল তারা। ভিএইচপি আগেই জানিয়েছিল, এরাজ্যে এক হাজারটি শোভাযাত্রা করবে তারা। ২০০০ জায়গায় বিভিন্ন ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হবে।

3/9

জন্মাষ্টমীতে শোভাযাত্রা

VHP_3

১৯৬৪ সালে জন্মাষ্টমীতেই পথ চলা শুরু করেছিল বিশ্ব হিন্দু পরিষদ। প্রতিবছরই জন্মাষ্টমী ও সংগঠনের প্রতিষ্ঠাদিবস একসঙ্গে পালন করে তারা। এবার সাত দিন ধরে উত্সব উজ্জাপন করছে ভিএইচপি।

4/9

জন্মাষ্টমীতে শোভাযাত্রা

VHP_4

কৃষ্ণ সেজে শোভাযাত্রার শুরুতেই রয়েছে কচিকাঁচারা। শোভাযাত্রায় অংশ নিয়েছেন মহিলারাও। 

5/9

জন্মাষ্টমীতে শোভাযাত্রা

VHP_5

এই প্রথম রাজ্যে জন্মাষ্টমী উপলক্ষে শোভাযাত্রার এমন বহর পরিলক্ষিত হল। জন্মাষ্টমীতে সাধারণত ঘরোয়া ভাবেই উদযাপন করে বাঙালি। 

6/9

জন্মাষ্টমীতে শোভাযাত্রা

VHP_6

হঠাত্ করে কৃষ্ণনাম নিয়ে কি রাজ্যের হিন্দু ভোটকে সংগঠিত করতে চাইছে ভিএইচপি? 

7/9

জন্মাষ্টমীতে শোভাযাত্রা

VHP_7

সংগঠনের মুখপাত্র সৌরিশ মুখোপাধ্যায়ের কথায়,'' আমরা রাজনীতি করিনা। রাজ্যের হিন্দুরা নিরাপত্তার অভাব বোধ করছেন। হিন্দুদের একত্রিত করাই আমাদের লক্ষ্য। বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে জন্মাষ্টমীর শোভাযাত্রায় সামিল হয়েছেন হিন্দুরা''।      

8/9

জন্মাষ্টমীতে শোভাযাত্রা

VHP_8

গত দুবছর ধরে রাজ্যে ঘটা করে উদযাপিত হচ্ছে রাম নবমী। এবার সংযোজন হল জন্মাষ্টমী। এই উপলক্ষে ও নিজেদের শক্তি প্রদর্শনে খামতি রাখল না ভিএইচপি। 

9/9

জন্মাষ্টমীতে শোভাযাত্রা

VHP_9

রাজনৈতিক মহলের মতে, হিন্দুত্বের পথেই ২০১৯ সালের আগে রাজ্যে বিজেপির জমি মসৃণ করতে চাইছে ভিএইচপি। উত্তর ভারতের কায়দায় ধর্মীয় উত্সবের মাধ্যমেই সংগঠনের বিস্তার করছে তারা।