করোনার কামড়, আদালতে ভিডিয়ো কনফারেন্সিংয়ে মামলার শুনানিও এবার বন্ধ

Apr 29, 2020, 15:55 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন : করোনার জেরে এবার ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমে শুনানিও বন্ধ হয়ে গেল আদালতে। আলিপুর জাজেস কোর্টে ভিডিয়ো কনফারেন্সও  অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া হল।   

2/5

লকডাওনের জেরে রাজ্যের গুরুত্বপূর্ণ আদালতগুলির অধিকাংশই বন্ধ রাখা হয়েছে। হাতে গোনা কয়েকটি খোলা ছিল। এর মধ্যে অন্যতম আলিপুর জাজেস কোর্ট। যেখানে  ৭০ থেকে ৮০ শতাংশ জামিন মামলার শুনানি হয়। মূলত ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমেই মামলাগুলি শোনা হত।   

3/5

গতকাল জানা যায়, জাজেস কোর্টের কর্মীদের আনতে যে গাড়ি ব্যবহার করা হচ্ছিল, তার চালকের মা করোনায় আক্রান্ত হয়েছেন। তারপরই  বিচারক উদয় কুমার নোটিস দিয়ে জানিয়ে দেন, আপাতত ভিডিয়ো কনফারেন্সও বন্ধ থাকবে। 

4/5

আইনজীবী  অনির্বাণ গুহ ঠাকুরতা জানিয়েছেন, তাঁর নিজেরই বেশ কিছু মামলার শুনানি হওয়ার কথা ছিল বুধবার। সেগুলি সব বন্ধ হয়ে গেল। এর জেরে প্রচুর মামলাকারী সমস্যার মুখে পড়বেন।  

5/5

প্রসঙ্গত, করোনা মোকাবিলায় লকডাউনের জেরে কলকাতা হাইকোর্টেও ভিডিয়ো কনফারেন্সিংয়ের মাধ্যমেই জরুরি মামলাগুলির শুনানি চলছে।