1/5
অর্বিটার মারফত চাঁদের বুকে বিক্রমের হদিশ পান বিজ্ঞানীরা
2/5
চাঁদের বুকে হার্ড ল্যান্ডিং করেছে বিক্রম
সোমবার দুপুরে চন্দ্রযান-২-এর সঙ্গে জড়িত ইসরোর এক আধিকারিক জানান, চাঁদের বুকে হার্ড ল্যান্ডিং করেছে বিক্রম। তবে, অক্ষত অবস্থাতেই রয়েছে চন্দ্রযান-২-এর ল্যান্ডার। অনেকেই আশঙ্কা করেছিলেন হার্ড ল্যান্ডিংয়ের পর ভেঙে টুকরো হয়ে যাবে বিক্রম। কিন্তু অর্বিটারের পাঠানো ছবিতে বিক্রমের কোনও অংশকে আলাদা হতে দেখা যায়নি। ইসরোর আধিকারিকের সূত্রে খবর, চাঁদের এক দিকে হেলে দাঁড়িয়ে আছে বিক্রম।
photos
TRENDING NOW
3/5
ম্যাঞ্জিনাস সি এবং সিম্পেলিয়াস এন
4/5
আপাতত বিজ্ঞানীদের মূল লক্ষ্য ল্যান্ডারের সঙ্গে সংযোগ স্থাপন
5/5
অর্বিটারকে ব্যবহার করেই বিক্রমের সঙ্গে যোগাযোগ স্থাপনের চেষ্টা
photos