প্রেম নয়, ভালোবাসুন, পুজোয় চিরনবীন দম্পতির ঠাকুরদেখার ভাইরাল ছবি

Oct 12, 2019, 22:07 PM IST
1/5

নিজস্ব প্রতিবেদন: বয়স বাড়লে কি ভালোবাসা কমে? ভালোবাসার প্রকাশ কি শুধুই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জারের হাই, হ্যালোয়? পুজোর ঠাকুরদেখার এক দম্পতির ছবিই নতুন প্রজন্মের কাছে হয়ে উঠেছে ভালোবাসার সংজ্ঞা। ফেসবুকে দেদার শেয়ারও করছেন তাঁরা।   

2/5

ভালোবাসা নাকি চিরনবীন। স্থান, কাল, পাত্রে তার নাকি বদল হয় না। তেমনই চিরন্তর ভালোবাসার কথাই বলছে বৃদ্ধ দম্পতির ভাইরাল ছবি। 

3/5

স্ত্রীর সঙ্গে পুজোয় ঠাকুর দেখতে বেরিয়েছেন বৃদ্ধ। একেবারে বাঙালির চিরাচরিত ধুতি, পঞ্জাবিতে। স্ত্রী শাড়িতে। আর দুজনে মিলে তুলছেন নিজস্বী। 

4/5

ওই দম্পতি ঠাকুর দেখতে গিয়েছেন বাগবাজার সর্বজনীনে। আর তাঁদের ছবি ভাইরাল নেটদুনিয়ায়। অনেকেই বলছেন, আজ যখন সম্পর্ক কয়েক মাস সম্পর্ক টিকছে না, তখন যেন ভালোবাসার বার্তা দিচ্ছেন প্রবীণ নাগরিক। 

5/5

প্রেম নয়, ভালোবাসুন। প্রেয়সীর সঙ্গে হাতে হাত রেখে বেরিয়ে পড়ুন। আর মনের মানুষকে বলে ফেলুন,'বহুদূর হেঁটে এসে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমাকে চাই।'  (ফেসবুক থেকে প্রাপ্ত ছবি)