South Dinajpur: চাকরি দেওয়ার নামে তৃণমূল ব্লক সভাপতির 'তোলাবাজি'র ভিডিয়ো ভাইরাল!

May 02, 2023, 15:48 PM IST
1/5

তৃণমূল নেতার 'তোলাবাজি'!

TMC leader taking money

শ্রীকান্ত ঠাকুর: তৃণমূলের নবজোয়ার কর্মসূচিতে দক্ষিণ দিনাজপুর জেলায় দলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আসার আগের দিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তৃণমূলের তোলাবাজি। 

2/5

তৃণমূল নেতার 'তোলাবাজি'!

TMC leader taking money

এদিন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভার অন্তর্গত গঙ্গারামপুর ব্লকের তৃণমূল সভাপতি অনাদি লাহিড়ী-র চাকরি দেওয়ার নামে টাকা তোলার একটি ভিডিয়ো ভাইরাল হয়।   

3/5

তৃণমূল নেতার 'তোলাবাজি'!

TMC leader taking money

এই ঘটনায় সরব হয়েছে জেলা বিজেপি। বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান, তৃণমূলের নবজোয়ার এর সময় তৃণমূলের যে তোলাবাজি তা আবারও একটি ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে।   

4/5

তৃণমূল নেতার 'তোলাবাজি'!

TMC leader taking money

এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলায় আসার আগের দিন এই ধরনের ভিডিয়ো ভাইরাল হওয়ায় অস্বস্তিতে পড়েছে জেলা তৃণমূল নেতৃত্ব।  

5/5

তৃণমূল নেতার 'তোলাবাজি'!

TMC leader taking money

তৃণমূলের জেলা সভাপতি মৃণাল সরকার বা অন্য কোনও নেতৃত্ব এই বিষয়ে মুখ খুলতে চাননি। ভাইরাল ভিডিয়োর সত্যতা যাচাই করেনি জি ২৪ ঘণ্টা।