১৫ জানুয়ারি 'বিরাট ডে'! একের পর এক রেকর্ড ভাঙলেন অধিনায়ক কোহলি

Jan 16, 2019, 21:14 PM IST
1/7

রেকর্ডের ভাঙার জন্য মাঠে নামেন বিরাট কোহলি। মঙ্গলবার অ্যাডিলেডে একদিনের ক্রিকেটে আরও একটা সেঞ্চুরি তুলে নিয়েছেন ভারত অধিনায়ক। আর প্রত্যাশিতভাবেই গড়েছেন একাধিক রেকর্ড। 

2/7

১৫ জানুয়ারি হয়ে উঠেছে 'কোহলি ডে'। গত তিন বছর ধরে এই দিনে শতরান হাঁকিয়েছেন বিরাট। ২০১৭ সালে ১৫ জানুয়ারিতে একদিনের ক্রিকেটে শতরান করেছিলেন। ২০১৮ সালে টেস্টে করেছিলেন শতরান। ২০১৯ সালেও প্রথম শতরান এল ১৫ জানুয়ারি।

3/7

মাত্র ৩০ বছর বয়সে আন্তর্জাতিক কেরিয়ারে ৬৪ তম সেঞ্চুরি পূর্ণ করে ফেললেন কিং কোহলি। পিছনে ফেললেন কুমার সঙ্গকারাকে (৬৩)। তাঁর আগে শুধু সচিন তেন্ডুলকর (১০০) ও রিকি পন্টিং(৭১)। রিকিকে পার করা সময়ের অপেক্ষা।   

4/7

একদিনের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রহকারীদের তালিকায় ১১ তম স্থানে কিং কোহলি। মঙ্গলবার পার করলেন তিলকরত্নে দিলশানকে। ১০,২৯০ রান করতে দিলশানের লেগেছিল ৩০৩টি ইনিংস। তাঁকে পেরোতে বিরাটের লাগল ২১০টি ইনিংস। প্রথম দশে ঢুকে পড়তে বেশিদিন লাগবে না। তাঁর আগে রয়েছেন ব্রায়ান লারা (১০৪৫০)। বলে রাখি, প্রথম দশে থাকা ক্রিকেটাররা সকলেই অবসর নিয়েছেন।   

5/7

বিদেশের মাটিতে একদিনের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ শতরানকারী বিরাট কোহলি। ২২টি শতরান করেছেন বিদেশে। কুমার সঙ্গকারাকে (২২) ছাড়িয়ে এবার তাঁর সামনে সচিন তেন্ডুলকর (২৯)। এই রেকর্ডও অবলীলায় ভেঙে দেবেন কোহলি। 

6/7

মঙ্গলবার অ্যাডিলেডে দ্বিতীয় উইকেটে বিরাট ও রোহিতের যুগলবন্দিতে ওঠে ৫৪ রান। একদিনের ক্রিকেটে দুজনের জুটিতে উঠেছে ৪১১৭ রান। তেন্ডুলকর ও দ্রাবিড়ের জুটিও তুলেছে সমপরিমাণ রান। তবে রোহিত ও বিরাটের সেই রান স্পর্শ করতে ৩০টি ইনিংস কম লাগল।   

7/7

২০১৭ সালের পর থেকে সবচেয়ে বেশি একদিনের সেঞ্চুরি বিরাট কোহলির দখলে। ১২টি শতরান করেছেন রোহিত শর্মা। কোহলি করলেন ১৩টি। দুজনেরই লেগেছে ৪২টি ইনিংস।