বিরাট কোহলি এবার সুপারহিরো, আসছেন কার্টুন অবতারে

Oct 25, 2019, 14:21 PM IST
1/5

বিরাট কোহলি এবার সুপারহিরো

বিরাট কোহলি এবার সুপারহিরো

এবার সুপারহিরো হচ্ছেন বিরাট কোহলি। তাঁকে এবার দেখা যাবে কার্টুন অবতারে। টেলিভিশনের পর্দায় দেখা যাবে বিরাটের কার্টুন অবতার। নাম- সুপার ভি। 

2/5

বিরাট কোহলি এবার সুপারহিরো

বিরাট কোহলি এবার সুপারহিরো

৫ নভেম্বর বিরাট কোহলির জন্মদিন। ওই দিনই এই টেলিভিশন সিরিজ শুরু হচ্ছে। বিরাট কোহলি এদিন নিজের টুইটার প্রোফাইল থেকে লিখেছেন, সুপার ভি এমন অনেক কিছু করতে পারে যেগুলো আমি পারি না। 

3/5

বিরাট কোহলি এবার সুপারহিরো

বিরাট কোহলি এবার সুপারহিরো

সুপার ভি-র সঙ্গে ক্রিকেটের কোনও যোগাযোগ নেই। এটি বিরাট কোহলির জীবনীর ধাঁচেও তৈরি নয়। আর পাঁচটা অ্যানিমেটেড সুপারহিরোর মতোই সুপার ভি। 

4/5

বিরাট কোহলি এবার সুপারহিরো

বিরাট কোহলি এবার সুপারহিরো

সুপার ভি-র প্রতিটি এপিসোডে দেখা যাবে কোহলিকে। তিনি বাচ্চাদের নীতিশিক্ষা দেবেন বলে জানা গিয়েছে। ১৩টি পর্ব হবে সুপার ভি-র।

5/5

বিরাট কোহলি এবার সুপারহিরো

বিরাট কোহলি এবার সুপারহিরো

বিরাট কোহলি প্রতিটি এপিসোডে বাচ্চাদের জন্য কিছু কথা বলবেন। তবে সুপার ভি আর পাঁচটা সুপারহিরোর মতো দুষ্টের দমন ও  শিষ্টের পালন করবে।