Virat Kohli: বিদেশে শেষ ন'বার অফ স্টাম্পের বাইরে খোঁচা দিয়ে আউট, দেখে নিন মুহূর্তগুলো
চাপ বাড়ছে। বিষাক্ত আউটসুইংয়ে বারবার বিদ্ধ বিরাট কোহলি।
নিজস্ব প্রতিবেদন: বিরাট কোহলি যে মারাত্মক চাপে রয়েছেন সেটা চলতি বক্সিং ডে টেস্টে তাঁর আউট হওয়ার ধরন দেখলেই বোঝা যাচ্ছে। লুঙ্গি এনগিডির একটি নির্বিষ ও প্রায় পঞ্চম স্টাম্পের বাইরে থাকা বলে অহেতুক খোঁচা দিয়ে ৩৫ রানে সাজঘরে ফিরে গিয়েছিলেন টেস্ট দলের অধিনায়ক। তবে শুধু সেঞ্চুরিয়ান নয়, এই নিয়ে গত বিদেশে গত নয় বার অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে উইকেট ছুড়ে এসেছেন 'কিং কোহলি'।
একে তো ২০১৯ সাল থেকে টেস্ট ও একদিনের ফরম্যাটে বড় রান নেই। সেটা নিয়ে তো চাপ আছেই। এর সঙ্গে যোগ হয়েছে অন্য একটি বিতর্ক। দক্ষিণ আফ্রিকায় উড়ে যাওয়ার আগে বিসিসিআই-এর সঙ্গে বিতর্ক লাগিয়ে দিয়েছেন। এই কারণেও বেশ চাপে রয়েছেন কোহলি। সেটা তিনি স্বীকার নাও করতে পারেন। তবে বাস্তব চিত্র ও পরিসংখ্যানকে তো আর এড়িয়ে যাওয়া সম্ভব নয়। দেখে নিন বিদেশে গত ন'বার কোহলির আউট হওয়ার ধরন।