PPF থেকে লোন চান! জেনে নিন শর্ত

Nov 04, 2020, 15:31 PM IST
1/5

সমস্যায় পড়লে লোন নেওয়া যেতে পারে PPF থেকে। কিন্তু কীভাবে নেবেন? লোন পাওয়ার জন্য শর্ত কী! জেনে নিন।

2/5

পিপিএফ থেকে লোনের আবেদন করা যাবে অ্যাকাউন্ট খোলার এক বছর পার হওয়ার পর। ২০২০-২১ সালে যদি কোনও পিপিএফ অ্যাকাউন্ট খোলা হয় তাহলে লোন পাওয়া যাবে ২০২২-২৩ আর্থিক বছরে।

3/5

লোন পাওয়া যাবে জমা টাকার ২৫ শতাংশ।

4/5

এক আর্থিক বছরে একবারই মাত্র লোন নেওয়া যাবে। দ্বিতীয় লোন পাওয়া যাবে প্রথম লোন শোধ হওয়ার পর।

5/5

৩৬ মাসের মধ্যে লোন শোধ করলে সুদ দিতে হবে ১ শতাংশ হারে। ৩৬ মাসের পর পর্যন্ত লোন শোধ করা হলে সবেমিলিয়ে সুদ দিতে হবে ৬ শতাংশ হারে।