জিন্না হাউস ভারতের, পাকিস্তানকে ফের সতর্ক করল ভারত
Dec 21, 2018, 16:57 PM IST
1/5
S 5
মুম্বইয়ের মালবার হিলসের জিন্না হাউস নিয়ে ফের বাকযুদ্ধ শুরু গেল ভারত-পাকিস্তানের মধ্যে। জিন্না ওই বাংলোয় থাকতেন ১৯৩০ সাল নাগাদ।
2/5
S 4
সম্প্রতি বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ মন্তব্য করেন, দিল্লির হায়দরাবাদ হাউসের মতো জিন্না হাউসকেও বিদেশি সরকারি অতিথিদের জন্য ব্যবহার করা হবে। তার পরেই জিন্না হাউস নিয়ে দুদেশের মধ্যে বাকযুদ্ধ লেগে গেল। ফের ওই বাংলোর দাবি করে বসল পাকিস্তান।
photos
TRENDING NOW
3/5
S 3
এনিয়ে কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রবীশ কুমার এখন পাল্টা বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, জিন্না হাউস ভারতের সম্পত্তি। পাকিস্তানের ওই সম্পত্তিতে কোনও অধিকার নেই। হায়দরাবাদ হাউসের মতো জিন্না হাউসকেও ব্যবহার করা হবে।
4/5
S 2
রবীশ কুমার আরও বলেন, জিন্না হাউস আমাদের দেশের সম্পত্তি। কেউ যদি এনিয়ে আইনি লড়াই লড়ে তাহলে আমরা লড়াই করব। ওই বাংলোর মালিকানা নিয়ে কোনও প্রশ্নই নেই।
5/5
s 1
এদিকে জিন্না হাউসের মালিকানা নিয়ে অতীতে আইনি লড়াই লড়েছিলেন জিন্নার মেয়ে দিনা ওয়াদিয়া। এনিয়ে তিনি বম্বে হাইকোর্টে মামলা করেছিলেন তিনি। তাঁর মৃত্যুর পর তাঁর ছেলে সেই মামলা চালিয়ে যাচ্ছেন দিনার ছেলে নাসলি ওয়াদিয়া।