বিশ্বের সবচেয়ে ধনী ক্রীড়াবিদদের তালিকায় সিন্ধু! বললেন, "আমার আর টাকা চাই না"
Aug 09, 2020, 18:10 PM IST
1/5
গত বছর ৫.৫ মিলিয়ন ডলার অর্থ উপার্জন করেছিলেন তিনি। ফোর্বস-এর বিচারে তিনি বিশ্বের অন্যতম ধনী মহিলা ক্রীড়াবিদদের মধ্যে ১৩তম স্থানাধিকারী ছিলেন। পিভি সিন্ধু এমন সম্মানে আপ্লুত বটে!
2/5
ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু অবশ্য বলছেন, ''তাঁর আর টাকার প্রয়োজন নেই। তিনি বলেছেন, টাকা অবশ্যই মোটিভেট করে। তবে এখন আর টাকাই সব নয়। মেডেল জয়টাই আমার কাছে সব।''
photos
TRENDING NOW
3/5
সিন্ধু আরও বলেছেন, ''ফোর্বস-এর তালিকায় বিশ্বের সেরা ক্রীড়াবিদদের সঙ্গে থাকায় আমার ভাল লাগছে। তবে অর্থ এখন আর আমার কাছে সব কিছু নয়। অনেক অর্থ উপার্জন করেছি। দেশের হয়ে পদক জয়টাই এখন আমার কাছে শেষ কথা।''
4/5
টোকিও অলিম্পিকে পদক জয়ের জন্য প্রস্তুতি শুরু করেছিলেন তিনি। এবার সোনা জয়ই তাঁর লক্ষ্য। এছাড়া আর কিছুই ভাবছেন না। সিন্ধু বলেছেন, ''আমি নিজের অতীত ভুলতে পারব না। আমার মা ও বাবা, দুজনেই ক্রীড়াবিদ। তাঁদের থেকে যে মূল্যবোধ আমি পেয়েছি সেটাই আমাকে এগিয়ে নিয়ে যায়। পদক জয়ের থেকে বড় কিছুই নেই।''
5/5
ব্যাডমিন্টনে BWF World Tour Finals ও World Championship জয়ী একমাত্র ভারতীয় তিনি। অলিম্পিকে পদকও জিতেছেন। তবে সোনা জয়ের স্বপ্ন যেন তাঁকে তাড়া করে বেড়াচ্ছে। আর শুধুমাত্র অলিম্পিকে সোনা জয়ের তাগিদই তাঁকে তাড়িয়ে বেড়াচ্ছে বলে জানান সিন্ধু।