WATCH: স্যান্ড শার্কের মতই ভয়ংকর INS Vagir! শত্রুপক্ষের রাতের ঘুম কাড়ছে নয়া সাবমেরিন

Jan 23, 2023, 17:48 PM IST
1/8

INS Vagir

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কাজে নেমে পড়ল INS Vagir। সোমবার, ২৩ জানুয়ারি মুম্বইয়ের নেভাল ডকইয়ার্ডে একটি অনুষ্ঠানের মধ্যে দিয়ে কমিশন করা হয় পঞ্চম কালভারী ক্লাস সাবমেরিন আইএনএস ভাগীর।

2/8

INS Vagir

ভাগীর মানে স্যান্ড শার্ক যা 'গোপনতা এবং নির্ভীকতা'র প্রতিনিধিত্ব করে। 

3/8

INS Vagir

এই দুটি গুণ-ই ভারতীয় নৌবাহিনীর নতুন সদস্য আইএনএস ভাগীর সঙ্গে সমার্থক। ২০২২-এর ২০ ডিসেম্বর ভারতীয় নৌ-বাহিনীতে অন্তর্ভুক্তি হয় INS ভাগীর সাবমেরিনটির।  

4/8

INS Vagir

INS Vagir একদিকে যেমন ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা বাড়াবে। তেমনই ভারতের সামুদ্রিক স্বার্থকেও আরও ক্ষুরধার করে তুলবে।

5/8

INS Vagir

আইএনএস ভাগীর সহ সমস্ত কালভারী ক্লাস সাবমেরিনগুলি যৌথভাবে তৈরি করেছে মুম্বইয়ে মাজাগন ডক শিপবিল্ডার্স এবং ফ্রান্সের নেভাল গ্রুপ।

6/8

INS Vagir

নয়া সাবমেরিন কমিশন হওয়ার পর প্রতিরক্ষা মন্ত্রকের আধিকারিক সুশীল গায়কওয়াদ টুইটারে লিখেছেন, "নৌবাহিনীতে আরও শক্তি যোগ হল। নৌবাহিনীর স্বনির্ভরতা বৃদ্ধি হল।"  

7/8

INS Vagir

INS ভাগীর জলপথে যুদ্ধে সক্ষম। সক্ষম শত্রুপক্ষের সাবমেরিন ধ্বংসে, গোয়েন্দা তথ্য সংগ্রহে, মাইন খুঁজতে ও নজরদারিতে।

8/8

২০২২-এর ২০ ডিসেম্বর ভারতীয় নৌ-বাহিনীতে অন্তর্ভুক্তি হয় INS ভাগীর সাবমেরিনটির।