নিকের হাত ধরে মার্কিন মুলুকে বসেই করওয়া চৌথ পালন করলেন প্রিয়াঙ্কা চোপড়া

Nov 05, 2020, 13:09 PM IST
1/5

২০২০ সালের করওয়া চৌথ উপলক্ষ্যে ফিরতে পারলেন না দেশে। ফলে মার্কিন মুলুকে বসেই করওয়া চৌথ পালন করলেন প্রিয়াঙ্কা চোপড়া। স্বামী নিক জোনাসের সঙ্গে চাঁদ দেখে লস এঞ্জেলসের বাড়ি থেকেই পালন করলেন করওয়া চৌথের ব্রত। লাল রঙের শাড়ি পরে এবারের করওয়া চৌথে সেজে ওঠেন প্রিয়াঙ্কা 

2/5

সম্প্রতি নিক জোনাসের সঙ্গে লস এঞ্জেলসের বাড়িতে ফেরেন প্রিয়াঙ্কা চোপড়া। নিজের সোশ্যাল হ্যান্ডেলে সেই ছবি শেয়ারও করেন পিগি

3/5

নিজের লস এঞ্জেলসের বাড়িতে ফেরার পরই নিকের মঙ্গল কামনায় করওয়া চৌথের ব্রত পালন করেন প্রিয়াঙ্কা। স্ত্রীর সঙ্গে তাল মিলিয়ে ছবি শেয়ার করেন নিক নিজের ইনস্টা হ্যান্ডেলেও। কোজাগরী লক্ষ্মী পুজোর ৪ দিন পর পালন করা হয় করওয়া চৌথ। মার্কিন মুলুকে বসে তিথি, নক্ষত্র মিলিয়েই সব নিয়ম পালন করেন বলিউড অভিনেত্রী

4/5

করওয়া চৌথে নিকের সঙ্গে চাঁদ দেখে উপোস ভাঙেন প্রিয়াঙ্কা। করোনা আবহের জেরে পিগি কবে ভারতে ফিরছেন, তা নিয়ে এখনও কিছু জানা যায়নি। সম্প্রতি মুক্তি পায় প্রিয়াঙ্কা এবং রাজকুমার রাওয়ের সিনেমা হোয়াইট টাইগারের ট্রেলার। মার্কিন মুলুকে বসেই ওই সিনেমার প্রমোশন করেন পিগি। 

5/5

হোয়াইট টাইগারের পর প্রিয়াঙ্কার হাতে কোন সিনেমা রয়েছে, তা জানা যায়নি।