1/7
pic7
![pic7 রাইমা, প্রিয়াঙ্কার নতুন রসায়ন, দেখলে গায়ে কাঁটা দেবে](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/12/25/165190-rai-pri-final.jpg)
অনন্যর সঙ্গে নিনার সম্পর্ক ছিন্ন করতে গিয়ে কি নতুন কোনও বাঁধনে পড়ে যাবেন নন্দিতা? নিনার সঙ্গে গড়ে উঠবে তাঁর অন্যরকমের সম্পর্ক? যা নিয়ে শ্বশুরবাড়িতে আক্রমণ-এর মুখ পড়তে হবে নন্দিতাকে? কিন্তু, সবকিছুর সামনে পড়েও শক্ত গলায় নন্দিতার ঘোষণা 'ভুল করেছি, তার জন্য ক্ষমাও চেয়েছি'। সম্পর্কের এমনই টানাপোড়েন নিয়ে এবার হাজির হচ্ছে 'হ্যালো' সিজন ২। যেখানে অভিনেতা জয় সেনগুপ্তের পাশাপাশি রাইমা সেন এবং প্রিয়াঙ্কা সরকারেরও এক জবরদস্ত রসায়ন সামনে তুলে আনা হচ্ছে। সেই সঙ্গে রয়েছে ত্রিকোণ প্রেম, রহস্য এবং পদে পদে এক নতুন কিছু ঘটে যাওয়ার আভাস। সবকিছু মিলিয়ে 'হ্যালো'-র সিজন ২-এর ট্রেলর ঘিরে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। দেখুন প্রিয়াঙ্কা এবং রাইমার সেই উষ্ণ রসায়ন
photos
TRENDING NOW
photos