1/8
৩ ফেব্রুয়ারি ৮৩-তে পড়লেন ওয়াহিদা রহমান। ১৯৩৮ সালে তামিলনাড়ুর এক রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম হয় ওয়াহিদা রহমানের। দক্ষিণী ছবি দিয়েই নিজের ফিল্মি কেরিয়ার শুরু করেন ওয়াহিদা রহমান। ১৯৫৫ সালে তেলুগু সিনেমা রজলু মায়ারি দিয়ে রুপোলি পর্দায় পা রাখেন ওয়াহিদা রহমান। এরপর গুরু দত্তের হাত ধরে বলিউডে প্রবেশ করেন তিনি। একটি তেলুগু ছবির শ্যুটিংয়ের জন্য গুরু দত্ত হায়দরাবাদে গেলে, সেখানেই ওয়াহিদা রহমানের সঙ্গে পরিচয় হয় তাঁর। এরপর গুরু দত্তই তাঁকে মুম্বইতে আমন্ত্রণ জানান। বলিউডে পা রাখার পর পিছন ফিরে তাকাতে হয়নি ওয়াহিদা রহমানকে। গাইড থেকে শুরু করে কভি কভি, ত্রিশূল, জ্বালামুখী, নমকিন, মনক হালাল, লমহে, চাঁদনীর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন ওয়াহিদা। ৮৩-তে পৌঁছেও তিনি সমান সুন্দরী। বলিউডের এই তাবড় অভিনেত্রীর জন্মদিনে দেখুন বি টাউনের এক সময়ের নায়িকাদের তখনকার এবং এখনকার ছবি।
2/8
photos
TRENDING NOW
3/8
4/8
5/8
6/8
7/8
8/8
photos