ওয়াহিদার জন্মদিনে দেখুন মালা সিনহা, শর্মিলা ঠাকুর, মুমতাজদের দিন বদলের ছবি

Feb 03, 2021, 15:19 PM IST
1/8

৩ ফেব্রুয়ারি ৮৩-তে পড়লেন ওয়াহিদা রহমান। ১৯৩৮ সালে তামিলনাড়ুর এক রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম হয় ওয়াহিদা রহমানের। দক্ষিণী ছবি দিয়েই নিজের ফিল্মি কেরিয়ার শুরু করেন ওয়াহিদা রহমান। ১৯৫৫ সালে তেলুগু সিনেমা রজলু মায়ারি দিয়ে রুপোলি পর্দায় পা রাখেন ওয়াহিদা রহমান। এরপর গুরু দত্তের হাত ধরে বলিউডে প্রবেশ করেন তিনি। একটি তেলুগু ছবির শ্যুটিংয়ের জন্য গুরু দত্ত হায়দরাবাদে গেলে, সেখানেই ওয়াহিদা রহমানের সঙ্গে পরিচয় হয় তাঁর। এরপর গুরু দত্তই তাঁকে মুম্বইতে আমন্ত্রণ জানান। বলিউডে পা রাখার পর পিছন ফিরে তাকাতে হয়নি ওয়াহিদা রহমানকে। গাইড থেকে শুরু করে কভি কভি, ত্রিশূল, জ্বালামুখী, নমকিন, মনক হালাল, লমহে, চাঁদনীর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেন ওয়াহিদা। ৮৩-তে পৌঁছেও তিনি সমান সুন্দরী। বলিউডের এই তাবড় অভিনেত্রীর জন্মদিনে দেখুন বি টাউনের এক সময়ের নায়িকাদের তখনকার এবং এখনকার ছবি।

2/8

১৯৪৪ সালের ৮ ডিসেম্বর জন্ম হয় শর্মিলা ঠাকুরের। ১৯৬৯ সালে মনসুর আলি খান পতৌদির সঙ্গে বিয়ের পর পালটে যায় শর্মিলা ঠাকুরের নাম। ওই সময় আয়েশা বেগম নামে পরিচিত হন তিনি। তবে ফিল্মি কেরিয়ারে রয়ে যায় তাঁর পুরনো নামই

3/8

১৯৪৩ সালের ২৩ সেপ্টেম্বর জন্ম হয় তনুজার। ১৯৭৩ সালে সমু মুখোপাধ্যায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেত্রী। হাতি মেরা সাথি, জিনে কা রাহ-এর মতো একাধিক ছবিতে অভিনয় করেন তনুজা। বর্তমনে তনুজার বড় মেয়ে কাজলও বি টাউনের একজন প্রথম সারির অভিনেত্রী 

4/8

১৯৫১ সালের ১৯ নভেম্বর জন্ম হয় জিনাত আমনের। বলিউডে পা রাখার পর মাজার খান, সঞ্জয় খানকে বিয়ে করেন জিনাত। তবে দুবারই বিচ্ছেদ হয়ে যায় তাঁর।

5/8

১৯৪২ সালের ২ অক্টোবর মুম্বইতে জন্ম হয় আশা পারেখের। ফিল্ম ফেয়ার লাইফ অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, পদ্মশ্রী, বলিউড মুভি অ্যাওয়ার্ডের মতো একাধিক সম্মান রয়েছে আশা পারেখের ঝুলিতে 

6/8

১৯৪৭ সালের ৩১ জুলাই জন্ম হয় মুমতাজের। ১৯৭৪ সালে ময়ূর মাধবনীকে বিয়ে করেন মুমতাজ। বর্তমানে নাতাশা এবং তানিয়া মাধবনীকে নিয়ে বিদেশেই বেশিরভাগ সময় কাটান মুমতাজ

7/8

১৯৩৬ সালের ১১ নভেম্বর জন্ম হয় মালা সিনহার। চিদাম্বর প্রসাদ লোহানির সঙ্গে ১৯৬৮ সালে গাঁটছড়া বাঁধেন মালা সিনহা। একাধিক বাংলা এবং হিন্দি সিনেমায় অভিনয় করেন মালা সিনহা 

8/8

১৯৩৮ সালের ২১ নভেম্বর তৎকালীন বর্মায় জন্ম হয় হেলেনের। অ্যাংলো ইন্ডিয়ান পরিবারের মেয়ে হেলেনের প্রথমে বিয়ে হয় প্রেম নারায়ণ অরোরা নামে এক ব্যক্তির সঙ্গে। এরপর প্রেম নারায়ণ অরোরার সঙ্গে বিচ্ছেদের পর সেলিম খানের সঙ্গে গাঁটছড়া বাঁধেন হেলেন