WB assembly election 2021 : ''ভোটের পর অদৃশ্য হয়ে যাব না, মানুষের পাশে থাকব'', বার্তা Payel-র

Mar 17, 2021, 13:35 PM IST
1/5

বেহালা পূর্বে এবার তিন নারী শক্তির লড়াই। তৃণমূল কংগ্রেস প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (শোভন জায়া), সংযুক্ত মোর্চা মনোনীত সিপি(আই)এম প্রার্থী শমিতা হর চৌধুরী-র বিরুদ্ধে ভোটে লড়বেন বিজেপির তারকা প্রার্থী পায়েল সরকার।    

2/5

ইতিমধ্যেই ভোটের প্রচার শুরু করেছেন তিন প্রার্থীই। বুধবার বেহালা পূর্ব বিধানসভা কেন্দ্রে প্রচারে নেবে দেওয়াল লিখন করতে দেখা গেল পায়েল সরকারকে। 

3/5

মঙ্গলবার বিকেলের পর বুধবারের সকাল। সময়নিষ্ঠ পায়েল ঠিক সকাল ৭ টায় পৌঁছে যান রায় বাহাদুর রোডে। নিজের হাতেই দেওয়ালে আঁকলেন পদ্মফুল।

4/5

দেওয়াল লিখনের পর পায়েল সরকারকে জনতার ভিড়ে মিশে যেতে দেখা গেল। তাঁদের সঙ্গে কথা বলতেও দেখা গেল।

5/5

বেহালা পূর্বের মানুষের জন্য পায়েলের বার্তা, ''আমি ভোটে জিতলে অন্যান্যদের মতো উধাও হয়ে যাব না। এলাকার মানুষের সুখে-দুঃখে তাঁদের পাশে থাকব।''