মীনাক্ষী মুখোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ, Nandigram থানায় তুমুল বিক্ষোভ CPM-এর

Mar 28, 2021, 14:32 PM IST
1/6

নন্দীগ্রামে সিপিএম প্রার্থী মীনাক্ষী মুখোপাধ্যায়কে হেনস্থার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।  

2/6

শনিবার দাউদপুরের নয়নানে প্রচারের সময় মীনাক্ষীকে হেনস্থা করা হয় বলে অভিযোগ।

3/6

ওই ঘটনার প্রতিবাদে ও অভিযুক্তকে গ্রেফতারের প্রতিবাদে এদিন নন্দীগ্রামে মিছিল বের করেন সিপিএম সমর্থকরা। মিছিল থেকে ও হেনস্থাকারীকে গ্রেফতারের দাবি তোলা হয়।

4/6

আব্বাস বেগ নামে এক তৃণমূলের এক পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে অভিযোগের অঙুল তুলছে সিপিএম। শনিবারের ওই ঘটনাটি নির্বাচন কমিশনে জানিয়েছে সিপিএম। পুলিস আব্বাস বেগকে গ্রেফতার করতে ভয় পাচ্ছে কারণ তিনি তৃণমূল কংগ্রেসের নেতা। এমনটাই দাবি করেছে সিপিএম।  

5/6

আজ মিছিল করে সিপিএম সমর্থকরা যান নন্দীগ্রাম থানায়। 

6/6

নন্দীগ্রাম থানায় গিয়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন সিপিএম সমর্থকরা। তাঁদের সঙ্গে রয়েছেন জেলা বামফ্রন্টের আহ্বায়ক নিরঞ্জন সিহি, মহিলা নেত্রী কনীনিকা ঘোষ প্রমুখ।