অষ্টমীর বিকেলে বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে রাজ্যপাল! বললেন, উনি লিভিং স্টেটসম্যান

Oct 24, 2020, 19:07 PM IST
1/5

অষ্টমীর বিকেলে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বাড়িতে হাজির রাজ্যপাল জগদীপ ধনখড়। এদিন বেলুড় মঠ থেকে সরাসরি সস্ত্রীক বুদ্ধদেব ভট্টাচার্ষের বাড়িতে যান তিনি।

2/5

রাজ্যপাল এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, বুদ্ধবাবুর স্ত্রী মীরা ভট্টাচার্যের থেকে তিনি প্রায়ই প্রাক্তন মুখ্যমন্ত্রীর স্বাস্থ্যের খোঁজ নেন। 

3/5

রাজ্যপাল এদিন আরও বলেন, রাজ্যের আইন ও অন্য পরিস্থিতি নিয়ে তাঁর সঙ্গে প্রাক্তন মুখ্যমন্ত্রীর কথা হয়েছে। তিনি বলেন, বুদ্ধবাবুর অভিজ্ঞতা প্রচুর। তাই তাঁর সঙ্গে রাজ্যের পরিস্থিতি নিয়ে কথা বলা সঙ্গত বলে মনে করেছেন তিনি।  

4/5

শ্বাসকষ্ট থাকলেও প্রাক্তন মুখ্যমন্ত্রীর চোখের সমস্যা আগের থেকে কিছুটা ভাল আছে বলে জানান রাজ্যপাল। তিনি এদিন বলেন, বুদ্ধবাবু এই রাজ্যের লিভিং স্টেটসম্যান। বুদ্ধবাবুর দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।  

5/5

এর আগেও বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে দেখা করতে গিয়েছেন রাজ্যপাল। এদিন মীরা ভট্টাচার্য সস্ত্রীক রাজ্যপালকে স্বাগত জানানোর জন্য গেট পর্যন্ত এগিয়ে আসেন। পাঁটচা বেজে পঞ্চাশ মিনিট নাগাদ রাজ্যপাল সেখানে যান। আধ ঘণ্টা মতো সময় কাটান।