জুন পরতেই গরমে হাঁসফাঁস! কী খবর শোনাল আবহাওয়া দফতর?

Jun 06, 2020, 13:03 PM IST
1/4

জুনের কটা দিন গরমেই কষ্ট পেতে হবে বঙ্গবাসীকে। অন্তত আবহাওয়া দফতর তেমনটাই সংকেত দিচ্ছে।

2/4

তবে এই গরমের হাত থেকে মাঝেমধ্যে রেহাই দিতে কালবৈশাখী আর প্রাক বর্ষার বৃষ্টি।

3/4

আজ, শনিবার কালবৈশাখীর পূর্বাভাস রয়েছে, তবে নির্জলাই কাটবে রবি ও সোমবার। আবার মঙ্গল থেকে ঝড়বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সঙ্গে হালকা বৃষ্টি

4/4

আবহাওয়া দফতর বলছে, বর্ষা ঠিক সময়ে ঢুকছে।