Weather Today: চলছে শীতের ব্যাটিং, সামান্য বাড়ল তাপমাত্রা

জওাদের প্রভাব কেটে জাওয়ার পরে আসতে চলেছে শীতকাল 

Dec 16, 2021, 11:15 AM IST

রাজ্যজুড়ে রয়েছে শীতের আমেজ। সপ্তাহান্তে কমতে চলেছে তাপমাত্রা। বছরের শেষ কিছুদিন শীতের আমেজে গা ভাসাতে চলেছে শহর কলকাতার নাগরিকরা। 

1/5

সামান্য বাড়ল তাপাত্রা

rise in temperature

সামান্য বাড়লেও সর্বনিম্ন তাপমাত্রা মোটামুটি একই রয়েছে। গতকালের ১৪.২ ডিগ্রি থেকে সামান্য বেড়ে বৃহস্পতিবার তাপমাত্রা ১৪.৪ ডিগ্রি।

2/5

কবে কমবে তাপমাত্রা

when will it get colder

আগামিকাল রাতের পর তাপমাত্রা আরও পতনের পূর্বাভাস রয়েছে। পারদ কমে হতে পারে ১৩ ডিগ্রির কাছে।

3/5

জেলার তাপমাত্রা

temperature in the districts

রাজ্যের বিভিন্ন জেলায় ইতিমধ্যেই তাপমাত্রা নেমেছে অনেকটা। সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যেই রয়েছে।

4/5

সর্বোচ্চ তাপমাত্রা

highest temperature

সর্বোচ্চ তাপমাত্রা ২৫.১ ডিগ্রি। স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। এরফলে সর্বনিম্ন তাপমাত্রায় খুব একটা হেরফের না হলেও শীতের আমেজ ষোলো আনা বহাল রয়েছে।

5/5

সপ্তাহান্তে শীত

winter at he weekend

শনিবার থেকে আরও পারদ পতনের সম্ভাবনা। সপ্তাহান্তে রাজ্য জুড়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে।