ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে উঠবে ঝড়, কিছুক্ষণের মধ্যেই আসছে কালবৈশাখি

Apr 08, 2019, 16:08 PM IST
1/5

রবিবারের পর সপ্তাহের প্রথম কাজের দিনও কালবৈশাখির ভ্রুকুটি। ৮ এপ্রিল পর্যন্ত কালবৈশাখির সতর্কতা আগেই জারি করেছিল Zee ২৪ ঘণ্টা। সেই পূর্বাভাস সত্যি করে সোমবার বিকেলেও আসতে চলেছে কালবৈশাখি। 

2/5

শেষ রেডার ছবি অনুসারে, ছোটনাগপুরের মালভূমির ওপরে তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ। যার জেরে সোমবার সন্ধ্যার পর ঝড়-বৃষ্টি হতে পারে গোটা দক্ষিণবঙ্গে। কিছুক্ষণের মধ্যে বৃষ্টি শুরু হবে পুরুলিয়ায়।   

3/5

বিকেলে ঝড় উঠতে পারে, পশ্চিম বর্ধমানের আসানসোল ও বাঁকুড়ায়। সন্ধেয় কালবৈশাখি বয়ে যাবে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পূর্ব মেদিনীপুরের ওপর দিয়ে। রাতে ঝড়-বৃষ্টি হানা দেবে পূর্ব বর্ধমান, হাওড়া ও হুগলিতে। গভীর রাতে কাববৈশাখির ঝড় উঠতে পারে নদিয়া, ২৪ পরগনা ও কলকাতায়। 

4/5

রাত যত বাড়বে তত ধীরে ধীরে পূর্ব দিকে এগোবে দুর্যোগ। ঝড়ে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘণ্টায় ৮০ কিলোমিটার। সঙ্গে রয়েছে বজ্রপাতের সতর্কতা।  

5/5

এই নিয়ে চলতি মরশুমে ৮টি কালবৈশাখি হানা দিল দক্ষিণবঙ্গে। গত রাতে কালবৈশাখি বয়ে যায় ঝাড়গ্রাম, মেদিনীপুর, কলকাতা ও দক্ষিণ ২৪ পরগনার একাংশের ওপর দিয়ে। গভীর রাতে ঝড় হওয়ায় জনজীবনে তেমন প্রভাব পড়েনি।