ফের কালবৈশাখীর পূর্ভাবাস, বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা

Apr 07, 2019, 16:20 PM IST
1/5

আজ ও আগামীকাল ফের কালবৈশাখীর পূর্ভাবাস। রেডার ছবি অনুযায়ী,  ঝাড়খন্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মাঝে ভূ-পৃষ্ঠ থেকে ১ কিলোমিটার ওপরে ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যার ফলে বঙ্গোপসাগর থেকে আর্দ্রবাতাস ভূ-ভাগে প্রবেশ করছে। 

2/5

এর ফলে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা রয়েছে, মেঘ থেকেই প্রবল বর্ষণের সম্ভাবনা। 

3/5

আজ বাতাসের গতিবেগ কম থাকায় বৃষ্টিপাতের পরিমান বেশি হবে। কলকাতায় বৃষ্টি হবে কীনা তা এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। বজ্রগর্ভ মেঘের গতিপথ বলবে কোন অঞ্চলে বৃষ্টি হবে। 

4/5

রেডার ছবি বলছে, এখনও পর্যন্ত কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়না। কাজেই বৃষ্টির সম্ভবনা অপেক্ষাকৃত কম। পাশাপাশি জানা যাচ্ছে বৃষ্টি হলেও তা রাত ৮টা, ৯টার পর হবে।   

5/5

আজ হাওয়ার সর্বোচ্চ গতিবেগ প্রতি ঘণ্টায় ৬৪ কিমি। শনিবার সন্ধে ৭ থেকে সাড়ে ১১টা পর্যন্ত বৃষ্টি হয়েছে। আলিপুরে বৃষ্টি হয়েছে ২৫ মিমি, দমদমে ৩১মিমি। এ ছাড়া দিঘায় ২৭ মিমি এবং শ্রী নিকেতনে ৩৮ মিমি বৃষ্টি হয়েছে।