বড়দিনে জাঁকিয়ে শীত? বছর শেষের কী পূর্বাভাস হাওয়া অফিসের
Dec 25, 2020, 10:58 AM IST
1/5
নিজস্ব প্রতিবেদন: কলকাতায় আজ ১ ডিগ্রি নেমেছে পারদ। আগামী দু-দিন এমনই থাকবে আবহাওয়া। জাঁকিয়ে শীত-এর পরিস্থিতিতেই বড়দিন বছরের শেষ উইকেন্ড কাটবে। আজ কলকাতায় সকালে সামান্য কুয়াশা ছিল সকালের দিকে। পরে পরিষ্কার আকাশ।
2/5
রাতের তাপমাত্রা প্রায় ১ ডিগ্রি কমে ১৩.৭ ডিগ্রি যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নিচে, ৫.৬ ডিগ্রি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৭%।
photos
TRENDING NOW
3/5
শনিবার নতুন করে পশ্চিমীঝঞ্ঝা ঢুকবে ভারতে। এই ঝঞ্ঝার প্রভাবে রবি ও সোমবার বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা জম্মু-কাশ্মীর, লাদাখ, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে। উত্তর-পশ্চিম ভারতের পঞ্জাবে আজও শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশা থাকবে। পঞ্জাব, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি এবং উত্তরপ্রদেশেও একই অবস্থা।
4/5
নিম্নচাপ এলাকা তৈরি হয়েছে দক্ষিণ-পূর্ব আরব সাগরে। এ ছাড়াও একটি ঘূর্ণাবর্ত রয়েছে বাংলাদেশে। আগামিকাল শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা আন্দামান ও নিকোবরে।
5/5
নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের দক্ষিণ-পূর্ব আরব সাগরের দিকে যেতে নিষেধ করা হয়েছে । এর প্রভাবে বৃষ্টি হতে পারে তামিলনাড়ু, পন্ডিচেরি, করাইকাল এলাকায়।