Weather Update: কলকাতায় কালবৈশাখির তাণ্ডব! ঝড়ের দাপটে ভাঙল গাছ, ব্যাহত বিমান চলাচল

ভারতীয় মৌসম ভবনের পূর্বাভাস ছিল, ২৭ তারিখ বাংলায় ব্যাপক ঝড়বৃষ্টির। পূর্বাভাস বলছে, আগামিকাল আবার কলকাতায় ঝড়বৃষ্টির সম্ভাবনা কমে যাবে। তবে ২৯ তারিখ থেকে কলকাতায় আবার ঝড়বৃষ্টির সম্ভাবনা বাড়বে।

Apr 27, 2023, 18:17 PM IST
1/6

কলকাতায় কালবৈশাখির তাণ্ডব!

Kolkata Kalbaisakhi Storm

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঝড়ে কলকাতায় ভেঙে পড়ল গাছ। একটি গাড়ির উপর ভেঙে পড়ে গাছটি। 

2/6

কলকাতায় কালবৈশাখির তাণ্ডব!

Kolkata Kalbaisakhi Storm

কলকাতার পাম অ্যাভিনিউতে গাছ ভেঙে পড়েছে। গাছ ভেঙে পড়ার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন ডিএমজি। করাত দিয়ে গাছ কাটার কাজ শুরু হয়েছে। 

3/6

কলকাতায় কালবৈশাখির তাণ্ডব!

Kolkata Kalbaisakhi Storm

ওদিকে ঝড়বৃষ্টির কারণে কলকাতা বিমানবন্দরেও বিমান চলাচল ব্যাহত হয়েছে। বেশ কয়েকটি বিমান কলকাতা বিমানবন্দরে এসেও আবহাওয়া খারাপ থাকার জন্য নামতে পারে না। 

4/6

কলকাতায় কালবৈশাখির তাণ্ডব!

Kolkata Kalbaisakhi Storm

কলকাতা এটিসি ওই বিমানগুলিকে হোল্ডে রাখে। বিমানবন্দরের ওপর আকাশে চক্কর কাটতে থাকে। মূলত প্রচণ্ড বৃষ্টি ও বজ্রপাতের কারণেই কলকাতা বিমানবন্দরে বিমান পরিষেবা বন্ধ রাখা হয়।

5/6

কলকাতায় কালবৈশাখির তাণ্ডব!

Kolkata Kalbaisakhi Storm

এদিন বিকালে আচমকাই কালো করে আসে কলকাতার আকাশ। বিকালেই নামে সন্ধ্য়ার আঁধার। তারপরই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টি।

6/6

জেলাতেও ঝড় শিলাবৃষ্টি

Kolkata Kalbaisakhi Storm

শুধু কলকাতা নয়, কাটোয়া, কেতুগ্রাম, মঙ্গলকোট, সিঙ্গুর, হরিপাল, তারকেশ্বর, ধনিয়াখালি, বর্ধমান, মেদিনীপুর সর্বত্র ব্যাপক ঝড়বৃষ্টি হয়। সঙ্গে শিলাবৃষ্টিও হয়।