ফের বাড়ল তাপমাত্রা, কুশায়া ঘেরা ডিসেম্বরের শহরে শীত অধরাই

Dec 10, 2020, 09:53 AM IST
1/5

শীতের খামখেয়ালিপনার সমস্ত রেকর্ড ভেঙে চুরমার। গতকালের তুলনায় আজ আবারও বাড়ল সর্বনিম্ন তাপমাত্রা। সকাল থেকেই ঘন কুয়াশার চাদর। দিনের পাশাপাশি রাতেও বাড়ছে তাপমাত্রা। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা বেড়ে দাঁড়িয়েছে ৯৭ শতাংশ। আগামী কয়েক দিনেই পরিস্থিতি থাকবে।  

2/5

দৃশ্যমানতা স্বাভাবিকের নীচে। কলকাতা বিমানবন্দরে ব্যাহত উড়ান চলাচল। কয়েকটি বিমান ওঠানামায় দেরি। বিমানবন্দর সূত্রে খবর, দৃশ্যমানতা ৫০ মিটারেরও নীচে নেমে গিয়েছে। এনিয়ে পরপর তিনদিন দৃশ্যমানতা ৫০ মিটারের নীচে নামল। ব্যবহার করা হচ্ছে ক্যাট থ্রি। দেরিতে চলছে লোকাল ও দূরপাল্লার ট্রেনও।   

3/5

আজও দিনভর রাজ্যজুড়ে কুয়াশার দাপট। সুন্দরবন ঘন কুয়াশার চাদরে ঢাকা। সকাল থেকে বন্ধ ফেরি চলাচল। বাসন্তী, গোসাবা, ঝড়খালি সহ বিভিন্ন ঘাটে সমস্যায় নিত্যযাত্রীরা। একই হাল ব্যারাকপুরের। প্রায় সবকটি ট্রেন চলছে ধীরগতিতে।  নদিয়ার সব জায়গায় একই অবস্থা। লাইট জ্বালিয়ে ধীরগতিয়ে চলছে যানবাহন। বন্ধ ফেরি সার্ভিসও।   

4/5

বর্ধমানের দু নম্বর জাতীয় সড়কে দৃশ্যমানতা কম। দুর্ঘটনাও ঘটেছে। ট্রেন চলছে ধীরগতিতে। ঘন কুয়াশায় ঢাকা বাঁকুড়া শহরও। দু হাত দূরের মানুষও দেখা যাচ্ছে না আসানসোলে। একই অবস্থা মালদার। হাওড়া স্টেশনের পূর্ব ও দক্ষিণ-পূর্ব শাখায় রেল চলাচল ব্যাহত।   

5/5

কুয়াশার জেরে সুন্দরবনের বিভিন্ন ফেরিঘাট বন্ধ। তবে গদখালিতে দেখা গেল অন্য ছবি। জীবনের ঝুঁকি নিয়ে যাত্রী পারাপার করছে একটি ফেরি। ঘন কুয়াশায় কয়েক ফুট দূরের জিনিসও স্পষ্ট নয়। ফেরি চালাতে কষ্ট হলেও যাত্রীদের চাপ রয়েছে। জানাচ্ছেন মাঝি।