Jalpaiguri: বাড়িতেই রমরমিয়ে গাঁজা চাষ! লক্ষাধিক টাকার গাছ পোড়াল পুলিস, হইচই কাণ্ড...

Jalpaiguri: নেশামুক্ত সমাজ গড়তে গাঁজা চাষ-সহ যেকোনও বেআইনি কাজের বিরুদ্ধে পুলিসের অভিযান লাগাতার চলবে। এই কয়েকদিনে প্রায় কয়েক লক্ষাধিক টাকার গাজা গাছ নষ্ট করে দেওয়া হয়েছে।

Jan 10, 2025, 11:56 AM IST
1/6

প্রদ্যুত দাস: গাঁজা চাষে অভিনব পন্থা। বাড়ির ভেতরেই চারিদিক ত্রিপল দিয়ে ঢেকে রমরমিয়ে চলছিল গাঁজার চাষ। দেখে পুলিসেরও চক্ষু চড়কগাছ। গোপন সূত্রে খবরের ভিত্তিতে সমস্ত গাঁজার গাছ কেটে পুড়িয়ে নষ্ট করল ময়নাগুড়ি থানার আইসির নেতৃত্বে বিরাট পুলিস বাহিনী। এধরনের বেআইনি গাঁজা চাষে লাগাতার অভিযানে ময়নাগুড়ি থানার পুলিসের।

2/6

নেশামুক্ত সমাজ গড়তে গাঁজা চাষ-সহ যেকোনও বেআইনি কাজের বিরুদ্ধে পুলিসের অভিযান লাগাতার চলবে। জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষের নেতৃত্বে গত কয়েকদিন থেকেই ময়নাগুড়ি ব্লকে বিভিন্ন জায়গায় বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালাল।

3/6

ময়নাগুড়ি দোমহানী গ্রাম পঞ্চায়েতের এবং মাধুর ডাঙ্গা গ্রাম পঞ্চায়েতে বিভিন্ন অঞ্চলে বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালায় ময়নাগুড়ি থানার পুলিস। ময়নাগুড়ি থানার আইসি সুবল ঘোষ বলেন, জলপাইগুড়ি জেলা পুলিস সুপার উমেশ খান্ড বাহালের নির্দেশে ময়নাগুড়ির ব্লক বিভিন্ন এলাকায় এই বেআইনি গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে পুলিস প্রচুর গাঁজা গাছ নষ্ট করে সেটা আগুন ধরিয়ে দেয়।

4/6

এই কয়েকদিনে প্রায় কয়েক লক্ষাধিক টাকার গাজা গাছ নষ্ট করে দেওয়া হয়েছে। আজকেও দোমহানী এবং মাধবডাঙ্গা এলাকায় প্রচুর গাঁজা গাছ নষ্ট করেছে পুলিস।

5/6

তিনি আরও জানিয়েছেন, জেলা পুলিসের নির্দেশে ময়নাগুড়িতে কোনও বেআইনি কাজ করতে দেওয়া হবে না। সেই সঙ্গে কেউ যেন এই ধরনের গাঁজা চাষ না করে। যদি কোনও ব্যক্তি কোনও বেআইনি গাঁজা চাষ বা কোনও বেআইনি কাজের সঙ্গে লিপ্ত থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়া হবে হলে তিনি জানান। 

6/6

অন্যদিকে, তিনি বলেন ময়নাগুড়ি ব্লকের বিভিন্ন জায়গায় এই গাঁজা চাষের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রচুর গাঁজা চাষের ক্ষেত নষ্ট করে দেওয়া হয়েছে। সেইসঙ্গে ময়নাগুড়ি কে কি করে নেশা মুক্ত শহর, এবং বেআইনি যেকোনো কাজকে রুখে একটি সুস্থ সমাজ গড়ার লক্ষ্যে তারা সবসময় প্রস্তুত।