GBBC: দেশ জুড়ে করা পাখি সমীক্ষায় প্রায় ৫০০ প্রজাতি নিয়ে শীর্ষে পশ্চিমবঙ্গ! জেনে নিন এগিয়ে কোন জেলা...
Great Backyard Bird Count: জিবিবিসি। গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্ট। ফেব্রুয়ারির চারদিন ধরে চলল। ২০১৩ থেকে শুরু হয়েছে বাৎসরিক এই পক্ষীসমীক্ষা। মানুষের বসবাস, প্রাকৃতিক দূষণ, আবহাওয়ার বদল ইত্যাদির জেরে পাখিদের জীবনচক্রে যে প্রভাব পড়ে, সেটার একটা সার্বিক মূল্যায়ন করা হয় এই সমীক্ষায়।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: জিবিবিসি। গ্রেট ব্যাকইয়ার্ড বার্ড কাউন্ট। ফেব্রুয়ারির চারদিন ধরে চলল। ২০১৩ থেকে শুরু হয়েছে বাৎসরিক এই পক্ষীসমীক্ষার কাজ। মানুষের বসবাস তার ধরন এবং ধরনের বদল, পরিবেশ দূষণ, আবহাওয়ার বদল ইত্যাদির জেরে পাখিদের জীবনচক্রে যে প্রভাব পড়ে সেটার মূল্যায়ন করা হয় এই সমীক্ষায়। এবারেও ফেব্রুয়ারির ১৭ থেকে ২০ তারিখে এই সমীক্ষাটি সম্পন্ন হয়েছে।
1/6
রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে
2/6
পশ্চিমবঙ্গেই ৪৯৩!
photos
TRENDING NOW
3/6
উত্তরাখন্ড ও অরুণাচলের আগেই
4/6
5/6
তিনে ভারত
6/6
শীর্ষে দার্জিলিং
photos