School Reopening: ২০ মাস পর খুলছে স্কুল, ক্লাসে বসেই পঠনপাঠন শুরু

Nov 16, 2021, 11:56 AM IST
1/6

খুলে যাচ্ছে রাজ্যের স্কুল, কলেজ

School Reopening

করোনার আতঙ্কে বহুদিন বন্ধ ছিল রাজ্যের স্কুল, কলেজ সহ অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান। টানা ২০ মাস পর এবার কাটতে চলেছে পড়ুয়াদের সেই বন্দিদশা।আজ  থেকে খুলে যাচ্ছে রাজ্যের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়-সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। 

2/6

খুলে যাচ্ছে রাজ্যের স্কুল, কলেজ

School Reopening

তবে স্কুল কলেজ খোলার আগে সব চেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে পরিচ্ছন্নতায়। কিন্তু তার আগেই শিক্ষা দফতর স্পষ্ট করেছে বেশ কিছু নয়া নিয়মবিধি। যেগুলি অবশ্যই মেনে চলতে হবে কোভিড পরবর্তী স্কুলে (West Bengal School Guidelines) ক্লাস চলাকালীন।

3/6

খুলে যাচ্ছে রাজ্যের স্কুল, কলেজ

School Reopening

শহরের পাশাপাশি ব্যস্ততার ছবি দেখা গেল জেলার স্কুলগুলিতেও। ক্লাসঘর স্যানিটাইজ (Sanitize) করা হচ্ছে।দূরত্ব-বিধি বজায় রাখতে মেঝেয় গোল দাগ ও ক্লাসঘরের বেঞ্চে আসন মার্কিং করা হয়।

4/6

খুলে যাচ্ছে রাজ্যের স্কুল, কলেজ

School Reopening

নবম ও একাদশ শ্রেণির ক্লাস শুরু হবে সকাল ১০টা থেকে দুপুর ৩টে ৩০ পর্যন্ত। দশম ও দ্বাদশ শ্রেণির ক্লাস সকাল ১১টা থেকে বিকেল ৪ টে ৩০ পর্যন্ত।  স্কুল শুরুর আধ ঘণ্টা আগে এসে পৌঁছতে হবে পড়ুয়াদের। 

5/6

খুলে যাচ্ছে রাজ্যের স্কুল, কলেজ

School Reopening

দীর্ঘদিন কয়েক মাস পর স্কুলে এসে খুশি ছাত্রছাত্রীরাও। তাদের বক্তব্যেই তা পরিস্কার। স্কুলের প্রিন্সিপাল জানান, স্কুল খুলে যাওয়ায় তারাও খুশি। ৫০ শতাংশ ছাত্রছাত্রী নিয়ে স্কুল খোলার যে নির্দেশিকা রাজ্য সরকারের রয়েছে নবম থেকে দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের নিয়ে তা মেনে চলবে স্কুলগুলি। 

6/6

খুলে যাচ্ছে রাজ্যের স্কুল, কলেজ

School Reopening

কোথাও কোথাও একটি বেঞ্চে ২ জন পড়ুয়াকে বসানোর পরিকল্পনা করা হয়েছে। বহু স্কুল কর্তৃপক্ষের পরিকল্পনা হল স্কুলে ঢোকার মুখে প্রতিটি পড়ুয়ার শরীরের তাপমাত্রা মাপতে থার্মাল স্ক্য়ান করা হবে। তারপর হাত স্য়ানিটাইজ করে মুখে মাস্ক দিয়ে তবেই স্কুলে ঢোকার অনুমতি দেওয়া হবে।