Bengal Weather: দাবদাহের মাঝেই স্বস্তির খবর, চলতি সপ্তাহেই ভিজবে বাংলা!

গত এক দশকে এপ্রিল মাসে এরকম শুষ্ক গরম  দেখেনি রাজ্যবাসী। শুষ্ক গরমের স্পেল যেন শেষ হওয়ার নাম-ই নিচ্ছে না। গরমে হাঁসফাঁস রাজ্যবাসীর। নাভিশ্বাস উঠছে মানুষের। এরমধ্যেই স্বস্তির পূর্বাভাস, বৃষ্টি হতে পারে কিছু জায়গায়। 

Apr 19, 2023, 16:53 PM IST
1/6

বাংলার আবহাওয়া

Bengal Weather Today

অয়ন ঘোষাল: রেহাই মিলবে ঝলসানো গরম থেকে এমনই স্বস্তির বৃষ্টির পূর্বাভাস রাজ্যে। ২২ এ বৃষ্টি পেতে পারে কলকাতা। এখনই একেবারে নিরাশ করছে না আলিপুর আবহাওয়া দফতর। তাই যদি হয়, তাহলে ১ এপ্রিলের পর থেকে খটখটে শুকনো কলকাতা অল্প হলেও ভিজতে পারে। 

2/6

বাংলার আবহাওয়া

Bengal Weather Today

তবে তাপমাত্রা তাতে কতটা কমবে এখনই বলা কঠিন। দক্ষিনের আরও আট জেলায় ২২ ও ২৩ হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানান হয়েছে। ২২ থেকে সার্বিকভাবে তাপমাত্রা কমবে রাজ্যে। হয়তো তাপপ্রবাহ থেকে কিছু জেলা স্বস্তি পাবে। তবে গরম ও অস্বস্তি থাকবেই। 

3/6

বাংলার আবহাওয়া

Bengal Weather Today

দার্জিলিং জেলায় আপাতত রোজ বৃষ্টি। বুধবার শিলা বৃষ্টি পেয়েছে দার্জিলিং। শুষ্ক পশ্চিমের হাওয়া আপাতত পিছু ছাড়ছে না বাকি রাজ্যে। চরম তাপপ্রবাহ চলছে। বুধ ও বৃহস্পতিবার চলবে। 

4/6

বাংলার আবহাওয়া

Bengal Weather Today

বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বীরভূমে আজ ও কাল চরম তাপপ্রবাহের আশঙ্কা। মালদা ও দুই দিনাজপুর জেলায় বুধবার চরম তাপপ্রবাহ। বৃহস্পতিবার সাধারণ তাপপ্রবাহের এলার্ট জারি করেছে হাওয়া অফিস।   

5/6

বাংলার আবহাওয়া

Bengal Weather Today

বুধবার রাজ্যের বিভিন্ন জায়গায় তাপমাত্রা-  দমদম ৪১.৪, সল্টলেক ৪২.২, মালদা ৪২, শ্রীনিকেতন ৪৩.২, আসানসোল ৪৩.২, বাঁকুড়া ৪৩.৬, আলিপুর ৪০.২ (কলকাতা)। 

6/6

বাংলার আবহাওয়া

Bengal Weather Today

৪ জেলায় চলছে তীব্র তাপপ্রবাহ। দেশের মধ্য়ে উষ্ণতম স্থানের তালিকায় বুধবার বাংলার বাঁকুড়া! তবে সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, বেলা আড়াইটা পর্যন্ত ৪৪ ডিগ্রি তাপমাত্রা কোনও জেলায় রেকর্ড করা হয়নি।