ট্রেন,বাস,এটিএমের একটাই কার্ড, NCMC-এর প্রসারে উদ্যোগী অর্থমন্ত্রী

Jul 06, 2019, 19:15 PM IST
1/7

ডিজিটাল ইন্ডিয়ার লক্ষ্যে এগিয়ে যেতে বদ্ধপরিকর মোদী সরকার। শুক্রবার বাজেট পেশে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ জানান, ডিজিটাল পদ্ধতিতে আর্থিক লেনদেন বৃদ্ধি করতে নেওয়া হয়েছে একাধিক পদক্ষেপ। 

2/7

এ দিন বাজেট পেশের সময়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এক দেশ এক কার্ড(One Nation One Card)-এর সুবিধার উল্লেখ করেন। দেশে এই কার্ডের প্রচলন করতে উদ্যোগী সরকার। চলতি বছর মার্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ন্যাশানাল কমন মোবিলিটি কার্ড(NCMC) প্রকাশ্যে আনেন। এখনও সে ভাবে জনপ্রিয় হয়নি এই কার্ড। কি এই এনসিএমসি কার্ড?

3/7

এই কার্ড রুপে(RuPay) ভিত্তিক ডেবিট বা ক্রেডিট কার্ডের মতোই কাজ করবে।

4/7

এই কার্ড ব্যবহার করে বাস, রেল, মেট্রো ইত্যাদির ভাড়া মেটানো যাবে। বর্তমানে এই পরিবহণ মাধ্যমগুলির প্রতিটির ক্ষেত্রে আলাদা আলাদা কার্ড ব্যবহার করতে হয়। এই কার্ডের প্রচলন বৃদ্ধি পেলে, অনেকগুলি কার্ডের সমস্যা থেকে মুক্তি পাবেন নিত্যযাত্রীরা। তার সঙ্গে বাড়বে ডিজিটাল লেনদেনের প্রবণতা।

5/7

শুধু তাই না টোল ট্যাক্সের টাকা মেটাতেও ব্যবহার করা যাবে এই কার্ড।

6/7

ডেবিট কার্ডের মতোও ব্যবহার করা যাবে এই কার্ড। একই কার্ড ব্যবহার করে এটিএম থেকে টাকা তুলতে পারা যাবে। এটিএম থেকে টাকা তুললে মিলবে ক্যাশব্যাকের সুযোগ।

7/7

ভারতীয় স্টেট ব্যাঙ্ক-সহ দেশের ২৫টি ব্যাঙ্ক থেকে পাওয়া যাবে এই কার্ড।