ভারতীয় যুবতীরা তাঁদের যৌন জীবন নিয়ে কী ভাবেন? কী বলছে গবষেণা?

Thu, 27 Feb 2020-2:51 pm,

নিজস্ব প্রতিবেদন : যথোপযুক্ত সেক্স এডুকেশনের অভাবে ভারতে এখনও যৌনতা একটি ট্যাবু। আর তারফলেই ভারতীয় যুবতীরা নিজেদের যৌন জীবন নিয়ে যথেষ্ট চাপে থাকেন।

নিজের পছন্দ-অপছন্দ নিয়ে খোলাখুলি এই বিষয়ে কথা বলতে লজ্জা পান। অপরাধবোধে ভোগেন। এমনটাই বলছে গবেষণা।

ফার্টিলিটি অ্যান্ড স্টেরিলিটি নামক একটি জার্নালে গবেষণাটি প্রকাশিত হয়েছে।

সেখানে স্পষ্ট বলা হয়েছে, যৌন চাহিদা, যৌনতায় পছন্দ-অপছন্দ, যৌনজীবন নিয়ে খোলাখুলি কথা বলতে না পারার জন্য অনেক সময়ই ভারতীয় যুবতীরা যৌনজীবন উপভোগ করা থেকে বঞ্চিত হন। যা থেকে মানসিক চাপ তৈরি হয়।

 

এমনকি এর ফলে STD (সেক্স ট্রান্সমিটেড ডিসিজ) ও STI (সেক্স ট্রান্সমিটেড ইনফেকশন)-এর শিকারও হন তাঁরা।

 

শুধু তাই নয়, যৌন জীবন নিয়ে মানসিক চাপের কারণে অনেকক্ষেত্রে সময়ের আগেই মেনোপজ হয়ে যায় তাঁদের।

 

অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের ৩০০০ মহিলার উপর সমীক্ষা চালিয়ে দেখা গিয়েছে, যৌনজীবন উপভোগ করার কারণে সেখানে বেশিরভাগ ক্ষেত্রে ঠিক এর উল্টোটাই ঘটে।

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link